• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হলুদ বিকিনিতে সুইমিং পুল থেকে উঠে এলেন শ্রাবন্তী

প্রকাশিত: জুলাই ৯, ২০২৩, ০২:০৭ এএম

হলুদ বিকিনিতে সুইমিং পুল থেকে উঠে এলেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে সময়ের সঙ্গে সঙ্গে নিজের রূপ ধরে রেখেছেন যে ক’জন অভিনেত্রী তাদেরই একজন ওপার বাংলার শ্রাবন্তী চ্যাটার্জি। 

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের বিকিনি পরা এক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে হলুদ বিকিনিতে সুইমিং পুল থেকে উঠে আসতে দেখা গেছে তাকে। অভিনেত্রীর এই রূপ দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।

খোলা চুল, অপলক দৃষ্টিতে শ্রাবন্তীর চাহনি ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছে। অভিনেত্রী মিমি চক্রবর্তী সেই ছবির মন্তব্য জুড়ে দিয়েছেন কয়েকটি আগুনের ইমোজি। শ্রাবন্তী যেন উত্তাপ ছড়াচ্ছে, সেটাই বোঝাতে চাইলেন তিনি। 

ছবির ক্যাপশনে এই নায়িকা লিখেছেন, ‘শিখো নতুন কিছু, চেষ্টা করো ভিন্ন কিছুর, নিজেকে বোঝাও তোমার কোনো লিমিট নেই।’

এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় খোলামেলা লুকে হাজির হয়েছেন এই অভিনেত্রী। নেটিজেনরাও সেই সকল ছবির কখনো প্রশংসা করেছে আবার কখনো সমালোচনায় মেতেছে। 

উল্লেখ্য, তৃতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর শ্রাবন্তী এখন শুটিং নিয়ে ব্যস্ত। আগামীতে বাংলার দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। যেখানে ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগস্ট মাসেই শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’র শুটিং শুরু হওয়ার কথা।

 

বিএস/

আর্কাইভ