• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রুক্মিণীকে চুমু খেতে গিয়ে বিপাকে দেব! ভিডিও ভাইরাল

প্রকাশিত: জুলাই ২, ২০২৩, ০২:০৮ এএম

রুক্মিণীকে চুমু খেতে গিয়ে বিপাকে দেব! ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

গোটা টলিউড ইন্ডাস্ট্রি জানে রুক্মিণীই হল দেবের প্রেম। কিন্তু রুক্মিণীও তা স্বীকার করেন না, দেবও না। তবে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন তাঁরা প্রেমে রয়েছেন। তবে এবার রুক্মিণীর সঙ্গে যা করলেন দেব, তা দেখে হতবাক দেবের অনুরাগীরা!

কাণ্ডটা হল, সোশ্য়াল মিডিয়ায় দেব ও রুক্মিণীর একটি অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে ইতিমধ্য়েই হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। সবাই তো ভাবতেই পারছে না, দেব এমন কী করে ঘটালেন।

দেব ও রুক্মিণীর যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে রুক্মিণীকে পিছন থেকে জড়িয়ে চুমু খেতে গেলেন দেব। আর তার পরেই হ্যাঁচ্চো! হ্য়াঁ, চুমুর মাঝে দেব হাঁচি দিয়ে ফেললেন। গোটা ব্যাপারটায় একেবারে হতাশ রুক্মিণী।

রুক্মিণীর জন্মদিনে একের পর এক চমক দিচ্ছেন দেব। তাঁর হাত ধরেই প্রকাশ্যে এসেছে পরিচালক বিরশা দাশগুপ্তর ‘দূর্গ রহস্য’ ছবিতে রুক্মিণীর ‘সত্যবতী’ লুক। আর এবার সোশ্যাল মিডিয়াতেই এক ঝাঁক ছবি দিয়ে দেব খুল্লমখুল্লা লিখে ফেললেন, ‘রুক্মিণী তাঁর ট্রু লাভ, মানে ওই সত্য প্রেম!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। দেব তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রুক্মিণীর সঙ্গে বেশ কয়েকটি ছবি। প্রথম দুটি ‘দূর্গ রহস্যে’র ও বাকি দুটো দেব-রুক্মিণীর মালদ্বীপ বেড়ানোর ছবি। আর সেই ছবির পোস্টেই দেব লিখলেন, ”আমার একমাত্র সত্য…”, এই লেখার পর আর একটা শব্দও খরচা করেননি দেব। বরং দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি। যা কিনা প্রেমকে তুলে ধরে। দেবের এই পোস্ট যেন এক ঢিলে দু’পাখি। অনুরাগীরা মনে করছেন সত্যবতীর হাত ধরে রুক্মিণীকেই প্রোপোজ করলেন দেব!

গুঞ্জনে প্রেমের খবর থাকলেও, নিজেদের বন্ধুত্বকেই বার বার সবার সামনে এনেছেন দেব ও রুক্মিণী। একসঙ্গে ঘুরতে যাচ্ছেন, পার্টি করছেন, ছবি করছেন। তবুও ফাঁস করছেন না নিজেরে কেমেস্ট্রির কথা। তবে দেবের এই নতুন পোস্ট ঘিরে কিন্তু প্রেমের গুঞ্জন এবার আরও দ্বিগুন হবে। কিন্তু এসবের ব্যাপারে মুখে কুলুপ দেব ও রুক্মিণীর।

মঙ্গলবার রুক্মিণীকে সেরা জন্মদিনের উপহার দিলেন দেব। এতদিন ধরে রুক্মিণী মৈত্রর ‘সত্যবতী’র লুক নিয়ে নানা জল্পনা চলছিল। এমনকী, টলিপাড়ায় সমালোচনাও হয়েছিল অনেক। আপতত, সব গুঞ্জনকে ফুঁ দিয়ে উড়িয়ে দেবের হাত ধরেই প্রকাশ্যে এল রুক্মিণী মৈত্র সত্যবতী হয়েও ওঠার গল্প। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে পরিচালক বিরশা দাশগুপ্ত ‘দূর্গ রহস্য’ ছবির ব্যোমকেশ ওরফে দেব, পরিচয় করিয়ে দিলেন ‘সত্যবতী’ ওরফে রুক্মিণীর সঙ্গে।

 

জেকেএস/

আর্কাইভ