• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চুপিচুপি বিয়ে করলেন অনামিকা-উদয়

প্রকাশিত: জুন ২৯, ২০২৩, ১০:০৮ পিএম

চুপিচুপি বিয়ে করলেন অনামিকা-উদয়

বিনোদন ডেস্ক

একেবারে ফিল্মি স্টাইলে লোকচক্ষুর আড়ালে বিয়ে সারলেন ভারতের ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তী।

গতকাল বুধবার আইনি বিয়ে সারলেন তারা। বিষয়টি নিজেরাই সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি পোস্ট করে জানান। সেখানে লেখেন, আমাদের নতুন শুরু, আমরা পেরেছি। আজীবনের জন্য এক হয়েছি।

নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন, বিক্রম চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, স্বস্তিকা, অন্বেষা, সুদীপ্তা, মিশমি, অদৃজা, প্রিয়াঙ্কা, রশ্নি, আনন্দসহ আরও অনেক তারকা। 


‘রাজযোটক’ দিয়ে অভিনয় জগতে পা রাখেন অনামিকা। তারপর অনেক সিরিয়াল, সিরিজ ও সিনেমায় দেখা গিয়েছে তাকে। সম্প্রতি ‘এখানে আকাশ নীল’-এর ‘হিয়া’ চরিত্রটির জন্য বেশ জনপ্রিয়তা পান তিনি।

অন্যদিকে ২০১৫ সালে বিনোদন জগতে কাজ শুরু করেন উদয় প্রতাপ সিংহ। ‘জামাই রাজা’, ‘কী করে বলব তোমায়সহ বেশ কিছু হিন্দি ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে।

তবে মিঠাই ধারাবাহিকে ‘রাতুল’ হিসেবে তিনি বেশ জনপ্রিয়।


এডিএস/

আর্কাইভ