প্রকাশিত: জুন ২৬, ২০২৩, ০৬:০৫ পিএম
মিউজিক্যাল ফ্র্যাঞ্চাইজি ‘কোক স্টুডিও বাংলা’য় বুলবুলি গান গেয়ে জনপ্রিয়তা পাওয়া শিল্পী ঋতুরাজ বৈদ্য। গত ১৭ এপ্রিল গুলশান-২ এর রূপায়ণ টাওয়ারের সামনে থেকে মদ্যপ অবস্থায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গুলশান থানায় মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলায় তদন্ত শেষে তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
সোমবার (২৬ জুন) আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দিন বিষয়টি সিটি নিউজ ঢাকাকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১২ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. এছকান্দার আলী সরদার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৭ এপ্রিল রাত ১০টার দিকে গুলশান-২ এ রূপায়ন টাওয়ারের সামনে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুর রহমানের সরকারি গাড়িতে তার ড্রাইভার অতুলচন্দ্র মন্ডল বসা ছিলেন। এ সময় ঋতুরাজ মদ্যপ অবস্থায় হেঁটে গাড়ির সামনে এসে গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ড, বাম সাইডের লুকিং গ্লাস ও বাম সাইডের হেডলাইট ভেঙে ফেলেন। তখন তাকে জিজ্ঞাসাবাদ করলে দেখা যায় তিনি সম্পূর্ণ মদ্যপ অবস্থায় আছেন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে ওয়াশ করেন।
এ ঘটনায় গুলশান থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) হোসনে মোবারক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরদিন ১৮ এপ্রিল তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এছকান্দার আলী সরদার। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এ মামলায় তিনি ২৫ এপ্রিল এক হাজার টাকা মুচলেকায় জামিন পান। বর্তমানে তিনি জামিনে আছেন।
বিএস/