• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নেট দুনিয়ায় ঝড় তুলেছে নোরার গান

প্রকাশিত: জুন ২৪, ২০২৩, ১০:০৯ পিএম

নেট দুনিয়ায় ঝড় তুলেছে নোরার গান

বিনোদন ডেস্ক

বলি সুন্দরী নোরা ফাতেহি নিজের ইউটিউব চ্যানেলে শুক্রবার (২৩ জুন) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে প্রকাশ করেন তার গাওয়া প্রথম গানের মিউজিক ভিডিও ‘সেক্সি ইন মাই ড্রেস’।

এ গানের মাধ্যমে অভিনেত্রী নোরা নৃত্যশিল্পী, মডেলের পরিচয়ের পাশাপাশি নিজেকে গায়িকা এবং প্রযোজক হিসেবেও মেলে ধরেছেন।

রিলিজ হওয়া ৩ মিনিট ৪২ সেকেন্ডের নোরার গাওয়া গানের মিউজিক ভিডিওতে অসাধারণ গানের জাদু ছড়িয়েছেন এ লাস্যময়ী। ইংরেজি এ গানের কন্ঠ শুনে নেটিজেনদের অভিমত, অসাধারণ নৃত্যশিল্পীর পাশাপাশি ভালো গায়িকাও নোরা।

নিজের গানে তাই অসাধারণ নেচেছেনও তিনি। নিজের গাওয়া গানের তালে তালে লাল আর কালো রঙের ড্রেস পরা নোরার নাচের এমন নতুন রূপ দেখে দারুণ উচ্ছ্বসিত নোরা ভক্তরা।


ভিডিও পোস্ট করার মাত্র ২১ ঘন্টার মধ্যেই ২০৬১ টি কমেন্ট করেছেন নেটিজেনরা। একজনতো লিখেই ফেলেছেন, কীভাবে একজন মানুষ সব গুণে গুনান্বিত হতে পারেন?

নোরার গাওয়া গানটি যৌথভাবে লিখেছেন সেরবান ক্যাজান ও মরগান কনি স্মিথ। সংগীত প্রযোজনা করেছেন সেরবান ক্যাজান।

নোরার গাওয়া নতুন এ গানের বর্তমান ভিউ সংখ্যা ছাড়িয়েছে ৪০৬ হাজার। নেটিজেনদের ধারণা, খুব শিগগিরই মিলিয়ন ভিউ অতিক্রম করবে নোরার প্রথম গাওয়া আন্তর্জাতিকসম্পন্ন ইংরেজি গান ‘সেক্সি ইন মাই ড্রেস’।


এডিএস/

আর্কাইভ