• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অশ্লীল মন্তব্যের শিকার অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী

প্রকাশিত: জুন ২১, ২০২৩, ০৩:১১ এএম

অশ্লীল মন্তব্যের শিকার অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

নেটিজেনদের হাতে কম-বেশি ট্রলের শিকার হন প্রায় সব তারকারা। তবে মাঝে-মধ্যে সেই ট্রল হয়ে ওঠে অশ্লীল। এ রকমই এক কাণ্ড ঘটল অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীর সঙ্গে। মালদ্বীপের ছুটি কাটানোর ছবি পোস্ট করতেই তার ছবির নিচে শুরু হয়ে যায় নেটিজেনদের নোংরা মন্তব্য।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সম্পূর্ণা। যেখানে দেখা গেছে, সমুদ্রের পাড়ে বাথটাবে ভরা ফেনায় গোসল করছেন অভিনেত্রী। আর সেই ছবিতেই নানা নোংরা মন্তব্য শুরু করলেন নেটিজেনরা। কেউ লিখলেন, ব্রায়ের দাগ দেখা যাচ্ছে পেছনে। আরেকজন লিখলেন, শরীর থেকে ফেনা সরিয়ে দিন।

তবে এই ট্রলের জবাব দিতে নারাজ অভিনেত্রী। বরং এসব কটাক্ষকে ফুঁ দিয়ে উড়িয়ে সম্পূর্ণা উপভোগ করতে চান জীবনকে।

প্রসঙ্গত, অনিকেত চট্টোপাধ্যায়ের ‘গোড়ায় গণ্ডগোল’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিনয় শুরু করেন সম্পূর্ণা। তারপর ‘অ্যাক্সিডেন্ট’, ‘পাঁচ অধ্যায়’, ‘ব্যোমকেশ ফিরে এলো’, ‘দুর্গা সহায়’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। ‘বউ কেন সাইকো’, ‘ডার্ক ওয়েব’-এর মতো সিরিজও রয়েছে তার ঝুলিতে।

 

জেকেএস/

আর্কাইভ