• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নাটকে নিষিদ্ধ অভিনেত্রী জেবা জান্নাত (ভিডিও)

প্রকাশিত: জুন ২০, ২০২৩, ০৫:৪৭ এএম

নাটকে নিষিদ্ধ অভিনেত্রী জেবা জান্নাত (ভিডিও)

বিনোদন ডেস্ক

জেবা জান্নাত। হুট করেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভাইরাল নাম। নাটকের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তিনি। তবে খুব বেশি একটা অভিনয়ে নিয়মিত নন। তবে সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি জেবা জান্নাতকে নিষিদ্ধ করেছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। মূলত অসহযোগিতা ও অসদাচরণের কারণেই তার ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে সংগঠনটি।

মঙ্গলবার (২০ জুন) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। ডিরেক্টরস গিল্ডের এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে এই তথ্য। এমন সিদ্ধান্তে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন অভিনেত্রী জেবা। জানিয়েছেন তার মতামত।

May be an image of 1 person and pool

সেই মতামতে উঠে আছে নির্মাতা-অভিনেতা সাজ্জাদ হোসেন দোদুল এই অভিনেত্রীকে কুপ্রস্তাব দিয়েছেন। আরও বিস্তর ঘটনার বর্ণনাও তিনি জানিয়েছেন। কিন্তু এসব মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন দোদুল। এ নিয়ে চলমান আলোচনার মধ্যেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিয়মিত ভিডিও-ছবি পোস্ট করেছেন। এমনকি এই ঘটনায় একটি স্ট্যাটাসও দিয়েছেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, আমাকে নিয়ে যত নিউজ আছে সব টেগ করুন এবং ভাইরাল করে দিন। যে হারে আমার ফ্যান-ফলোয়ার বাড়ছে তাতে আমি খুব চমকিত।

এই স্ট্যাটাস দেওয়ার পর পরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন। যা ইতোমধ্যেই ভাইরাল নেটদুনিয়া। অনেক ভক্ততো মজা করে এখন বলতেছেন জেবার ভিডি ফাঁস হয়ে গেছে।

অন্যদিকে জানা যায়, জেবা জান্নাত জয়নাল হাজারির ফেসবুক টকশোতে প্রথমবার হাজির হয়েছিলেন। এরপর টিকটকে প্রথম নিজের পরিচিতি ছড়িয়েছিলেন। পরে সেখান থেকে নাটকে নাম লেখান। পরে টেলিভিশন নাটকে নিয়মিত হন জেবা। জয়নাল হাজারির ওই অনুষ্ঠানে নিয়মিত হবার কথা ছিল জেবার। কিন্তু জয়নাল হাজারির প্রয়াণে সেটা হয়নি।

আফরান নিশোর সঙ্গে তার ‘ক্রস কানেকশন’ নাটকের একটি ক্লিপস ভাইরাল হয়। এছাড়া ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশকিছু নাটকে অভিনয় করেছেন তিনি।

 

 

আর্কাইভ