• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পারিশ্রমিক নিয়ে মনোজ বাজপেয়ীর ক্ষোভ

প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ১১:৩০ পিএম

পারিশ্রমিক নিয়ে মনোজ বাজপেয়ীর ক্ষোভ

বিনোদন ডেস্ক

‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘গ্যাংস অব ওয়াসেপুর’র মতো সিনেমা আছে তার ঝুলিতে। তবে এসব ভালো কাজের পরও অন্য বলি তারকাদের মতো ভালো পারিশ্রমিক পাচ্ছেন না মনোজ বাজপেয়ী।

এমনকি ‘দ্য ফ্যামিলি ম্যান’র সাফল্যের পরও সে তুলনায় ভালো পারিশ্রমিক পাননি তিনি। এছাড়া ক্ষোভ ঝাড়েন ওটিটির প্রযোজকদের ওপরও।

কেবল মাত্র বড় তারকাদেরই পারিশ্রমিক দেওয়া হচ্ছে বলে জানান মনোজ। তিনি আরও বলেন হলিউডের কোন স্টার বা শাহরুখ সালমানের পেছনে প্রযোজকরা টাকা ঢালতে প্রস্তুত। তবে তার বেলাতেই ঘটেছে ব্যতিক্রম।


উদাহরণ টেনে তিনি বলেন ‘চীনে ব্র্যান্ডের কারখানা আছে বলে সেখানে শ্রমের দাম নেই তেমনটাই এখানেও শ্রমের দাম নেই’। আর মনোজের বেলায়ও ঘটছে ওটিটি প্ল্যাটফর্মে। এমনটাই জানিয়ে ভারতীয় গণমাধ্যমে আক্ষেপ ঝাড়লেন মনোজ।

সম্প্রতি ‘সিরফ এক বান্দা কাফি হ্যায়’তে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন মনোজ। এছাড়া পরবর্তীতে ‘জোরাম’ সিনেমায় দেখা যাবে তাকে।


এডিএস/

আর্কাইভ