• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাবা দিবসে সাইফকে শুভেচ্ছা জানিয়ে হাসির পাত্র কারিনা

প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ০৯:১১ পিএম

বাবা দিবসে সাইফকে শুভেচ্ছা জানিয়ে হাসির পাত্র কারিনা

বিনোদন ডেস্ক

গতকাল ১৮ জুন ছিল বিশ্ব বাবা দিবস। দিবসটিকে ঘিরে বলিউডের অনেক তারকাই সোশ্যাল মিডিয়ায় তাদের বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট করেন। তবে বলিউডের বেবো খ্যাত কারিনা কাপুরের ব্যাপারে ঘটল ব্যতিক্রম।

বাবা দিবসে স্বামী সাইফকে শুভেচ্ছা জানিয়ে হাসির পাত্র হলেন নেটমাধ্যমে। নেটিজেনরা করছেন হাসি-ঠাট্টার সঙ্গে তীব্র সমালোচনা। সাইফের সঙ্গে একটি মজার ছবি পোস্ট করেন কারিনা।


দুজনই রোদচশমা পরে ছবি তুলেছেন। ইনস্টাগ্রামে কারিনা ক্যাপশনে লিখেন ‘সবার থেকে কুল, সব থেকে সুদর্শন পুরুষকে বাবা দিবসের শুভেচ্ছা।’ পোস্টটি করার সঙ্গে সঙ্গেই খেপেছেন নেটিজেনরা।

কেউ কেউ মন্তব্য করছেন সাইফের ছেলেমেয়ের সঙ্গে ছবি না দিয়ে কেন নিজের ছবি দিয়ে বাবা দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন কারিনা। কেন সাইফের সঙ্গে তাদের ছেলেমেয়ের ছবি নেই, সেই প্রশ্ন করেছেন কেউ কেউ।

প্রসঙ্গত, ভালোবেসে ২০১২ সালে ১৬ অক্টোবর বিয়ে করেন সাইফ আলী খান ও কারিনা। ২০১৬ সালের ডিসেম্বরে জন্ম নেয় তাদের প্রথম পুত্রসন্তান তৈমুর আলী খান। ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি তাদের জীবনে আসে ছোট ছেলে জাহাঙ্গীর আলী খান।


এডিএস/

আর্কাইভ