• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শাকিব খানের সিনেমায় অরিজিৎ সিং

প্রকাশিত: জুন ১৭, ২০২৩, ১০:৪৭ পিএম

শাকিব খানের সিনেমায় অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক

ভারতের পাশাপাশি বাংলাদেশেও দারুণ জনপ্রিয় অরিজিৎ সিং। বেশ কিছুদিন থেকে জল্পনা চলছিল শাকিব খানের সিনেমায় যুক্ত হবেন এই জনপ্রিয় তারকা।

আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় আছে ‍‍`প্রিয়তমা‍‍` সিনেমা। আর এ সিনেমায় নাকি অরিজিতের গান থাকার কথা। তবে এ বিষয়ে সিনেমা সংশ্লিষ্টরা কিছু নিশ্চিত করেননি।

তবে পরিচালক ও সিনেমা পরিবেশক অনন্য মামুন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ স্ট্যাটাস দিয়ে লিখেছেন ‘সিনেমায় একটা মাত্র রোমান্টিক সং, আমারও একমাত্র পছন্দের শিল্পী অরিজিৎ সিং’।


কোন সিনেমার জন্য গান গাইবেন তা নিয়ে কোনো তথ্য দেননি অনন্য মামুন। তবে বর্তমানে এই নির্মাতা শাকিব খানকে নিয়ে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ করতে চলেছেন। আর নায়িকা হিসেবে থাকতে পারে বলিউডের কোনো অভিনেত্রী।  

জানা গেছে, আগামী ১০ সেপ্টেম্বর থেকে ভারতের বেনারসে শুরু সিনেমার শুটিং। এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি ‘শিকারি’ সিনেমাতে অরিজিতের গানে ঠোঁট মিলিয়েছিলেন শাকিব। সিনেমাতে মৌলিক রোমান্টিক গান ‘আর কোনও কথা না বলে’ ছাড়াও ছিল অরিজিতের কণ্ঠে গাওয়া একটি রবীন্দ্রসংগীত ‘মম চিত্তে’ও জনপ্রিয়তা লাভ করেছিল।


এডিএস/

আর্কাইভ