প্রকাশিত: জুন ১৭, ২০২৩, ১০:০৩ পিএম
শিল্পকলা একাডেমিতে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে নাটকে অশ্লীলতার আগ্রাসন ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য শিল্পীরা। এ আলোচনা সভায় চিত্রনায়ক রিয়াজ যোগ দিয়েছিলেন। চিত্রনায়ক রিয়াজ বলেছেন, ‘সন্ধ্যার পর এফডিসি গেলে ভয় লাগে। এসবের পেছনে অশ্লীলতা দায়ী। এখন নাটকেও অশ্লীলতা ঢুকে গেছে।’
তিনি আরও বলেন, নাটকে যেভাবে কাপড় খুলছে সবাই, কদিন পর চামড়া খোলা ছাড়া আর কিছু বাকী থাকবে না। নাটকে সরকারি হস্তক্ষেপ নয়, পরিচালকদের হস্তক্ষেপ বেশি দরকার। অশ্লীলতা নিয়ন্ত্রণে দরকার হলে কঠিন পদক্ষেপ নিতে হবে আমাদের।
উক্ত অনুষ্ঠানে মামুনুর রশীদ বলেন, ‘সব জায়গা নষ্ট হয়ে গেছে। দুর্নীতি দিয়ে ভরে গেছে। কয়দিন পর টাকা ছাড়া লিফটেও ওঠা যাবে না। টিভি চ্যানেলগুলো এখন রাক্ষস হয়ে গেছে। ভিউয়ের নামে এখন প্রতিদিন তাদের খাদ্য দরকার হয়। সব অদক্ষ এসব দখল করে আছে।’
এডিএস/