• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আমার বিয়ে হয়ে গেছে: দেব

প্রকাশিত: জুন ১০, ২০২৩, ১০:২৭ পিএম

আমার বিয়ে হয়ে গেছে: দেব

বিনোদন ডেস্ক

টালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা দেব। তিনি কবে বিয়ে করছেন সে প্রশ্নের উত্তর জানতে চান সব ভক্ত। এবার সে প্রশ্নেরই উত্তর দিয়েছেন অভিনেতা।

দেব বলেন, আমার বিয়ে হয়ে গেছে। কাকে বিয়ে করেছেন দেব? দেব জানান, কাজের সঙ্গেই আমার বিয়ে হয়ে গেছে। এ মুহূর্তে ব্যস্ত সময় পার করছি কাজ নিয়েই।

এদিকে দেবের এমন উত্তরে অবাক হয়েছেন নেটিজেনরা। তাদের মন্তব্য, রুক্মিণী মৈত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে দীর্ঘদিন ধরে আছেন দেব।


একসঙ্গে ছুটি কাটাতে দেশের বাইরেও ঘুরতে দেখা যায় তাদের। তাহলে বিয়েটা কেন করছেন না তারা, এমন প্রশ্ন ভক্তদের।

বর্তমানে দেব আর রুক্মিণী দুজনেই ব্যস্ত রয়েছেন  ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ নিয়ে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, কাজ নিয়ে বেশ ব্যস্ত থাকায় চলতি বছরেও বিয়ের পিঁড়িতে বসবেন না এ তারকা জুটি।


এডিএস/

আর্কাইভ