• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সুড়ঙ্গে বড় চমক নুসরাত ফারিয়ার

প্রকাশিত: জুন ১০, ২০২৩, ০২:১৫ এএম

সুড়ঙ্গে বড় চমক নুসরাত ফারিয়ার

বিনোদন ডেস্ক

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে চলেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। সিনেমায় নায়িকা হিসেবে রয়েছেন তমা মির্জা। তবে এবার জানা গেল নির্মাতা রাফির এ সিনেমায় চমক হিসেবে রয়েছেন এপার আর ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াও।

ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতে এই সিনেমায় ফারিয়াকে নেয়ার চিন্তা ভাবনা ছিল পরিচালকের। তাই সিনেমায় ফারিয়াকেও দেখতে পারবে দর্শক।

তবে নায়িকা বা সিনেমার কোনো চরিত্রে ধরা দেবেন না ফারিয়া। এ সিনেমায় তিনি ধরা দেবেন একটি আইটেম সংয়ে। গানটির শিরোনাম ‘কলিজা আর জান’।


রাসেল মাহমুদের কথা আর আরাফাত মহসীন নিধির সুর-সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা। আইটেম এ গানটিতে লিপসিংয়ের পাশাপাশি রূপ, লাবণ্য আর নাচের কারিশমা দেখাবেন ফারিয়া। শুধু তাই নয়, ফারিয়ার সঙ্গে নাচতে দেখা যাবে আফরান নিশোকেও।

এরই মধ্যে পুরো সিনেমার শুটিং-সম্পাদনার কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জুন আইটেম গানটির টিজার উন্মোচন করার কথা রয়েছে।


এডিএস/

আর্কাইভ