• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

২১ প্রেক্ষাগৃহে ডিপজলের সিনেমা

প্রকাশিত: জুন ৯, ২০২৩, ০৭:৩১ পিএম

২১ প্রেক্ষাগৃহে ডিপজলের সিনেমা

বিনোদন ডেস্ক

মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমা শুক্রবার (৯ জুন) দেশের ২১ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমায় ডিপজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মৌ খান।

নির্মাতা মনতাজুর রহমান আকবর জানান, এটি একটি সামাজিক-পারিবারিক ঘরানার সিনেমা। এ ধরনের গল্পে সাধারণত সিনেমা নির্মিত হয় না। প্রতিটি সংসারে জামাই-বউয়ের মধ্যে ঝগড়া-বিবাদ থাকে। সন্দেহ থাকে। পরিবারের ভেতর যত ধরনের বিরোধপূর্ণ ঘটনা ঘটে তা এই সিনেমায় উঠে আসবে।

প্রথমবারের মতো ডিপজলের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মৌ। জানান, ডিপজলের মতো অভিনেতার সঙ্গে পর্দা ভাগ করতে পেরে গর্বিত তিনি।


বর্তমানে নির্মাতা মো. আসলামের ‘তবুও প্রেম দামি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত মৌ। এছাড়া আগামীতে তাকে ডিপজলের প্রোডাকশনে একাধিক সিনেমাতে দেখা যেতে পারে। সম্প্রতি চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মৌ। শিগগিরই এটির শুটিং শুরু হবে।

অভিনয়ের পাশাপাশি ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাটি প্রযোজনা করেছেন ডিপজল। এতে ডিপজল ও মৌ ছাড়াও আরও অভিনয় করেছেন নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াংকা জামান, রিনা খান প্রমুখ।


এডিএস/

আর্কাইভ