• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পরীমণিকে সাপোর্ট করি: অভিনেত্রী অপু বিশ্বাস

প্রকাশিত: জুন ৮, ২০২৩, ০৬:৫০ পিএম

পরীমণিকে সাপোর্ট করি: অভিনেত্রী অপু বিশ্বাস

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

আলোচিত-সমালোচিত তারকা দম্পতি পরীমণি-রাজ প্রসঙ্গ টেনে অভিনেত্রী অপু বিশ্বাস বলেছেন, ‘পরীকে আমরা সাপোর্ট করি। আমরা যেন তাকে ভুল না বুঝি। প্রতিটি ভুলের পেছনে দুজনেরই দোষ থাকে। কিন্তু বেলা শেষে মেয়েদেরই দায়ী করা হয়।’

সম্প্রতি এক প্রশ্নের জবাবে সিটি নিউজ ঢাকাকে এ কথা বলেন এ ঢালিউড তারকা।

অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, ‘প্রতিটি মেয়েকে তার নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়। মেয়েদের ক্ষেত্রে যেটি হয়, আমি মেয়ে আমি কিছু বলতে পারব না, চুপ করে থাকব। সেখান থেকে বের হয়ে আসতে হবে।’

এ সময় পরীমণির উদ্দেশে অপু বলেন, ‘পরীমণি তুমি অনেক স্ট্রং। তুমি আরও ভালো কিছু কর, যেন তোমাকে দেখে আরও ১০ জন শিখতে পারে।’

প্রসঙ্গত, ২৯ মে রাতে নায়ক শরীফুল রাজের ফোন থেকে তিন নায়িকা ও তার ভিডিও ফাঁসের ঘটনায় ভাঙনের পথে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির সংসার। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের লাইভে হাজির হয়ে রাজের কাছে ডিভোর্স চান পরী।

 

জেকেএস/

আর্কাইভ