• ঢাকা মঙ্গলবার
    ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

ক্যাটরিনার ফিরিয়ে দেয়া ৪ সিনেমা করেই সফল দীপিকা

প্রকাশিত: জুন ৭, ২০২৩, ০৫:৫৩ পিএম

ক্যাটরিনার ফিরিয়ে দেয়া ৪ সিনেমা করেই সফল দীপিকা

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

চরিত্র পছন্দ না হওয়া, পারিশ্রমিকে না পোষানো, সময়ের অভাব অথবা ব্যক্তিগত কোনো কারণে একাধিক ছবির প্রস্তাবে রাজি হন না অভিনেতা-অভিনেত্রীরা। ভাগ্যের ফেরে সেই চরিত্রেই পরে অন্য কেউ অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান—এমন দৃষ্টান্তও বিরল নয়।

ক্যাটরিনা কাইফের না-করা কিছু চরিত্রই একসময় দীপিকার ভাগ্য পরিবর্তন করে দেয়। ক্যাটরিনা এমন বেশকিছু ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, পরবর্তীকালে যেগুলো ব্লকবাস্টার হয়েছিল।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, ক্যাটরিনার বাতিল করা চারটি ছবিতে নায়িকা হয়েছিলেন দীপিকা। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রণবীর সিংহের ঘরনিকে।

চেন্নাই এক্সপ্রেস

Chennai Express - Wikipedia
রোহিত শেঠি পরিচালিত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে অভিনয়ের প্রস্তাব গিয়েছিল ক্যাটরিনার কাছে। চরিত্রটি তেমন পছন্দ হয়নি ক্যাটরিনার। ‘না’ করে দেন তিনি। পরে শাহরুখ খানের বিপরীতে সেই ছবিতে অভিনয় করেন দীপিকা। ছবিটি ব্লকবাস্টার হয়। বিশ্বজুড়ে ছবিটি ৪২২ কোটি টাকা ব্যবসা করে।

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (২০১৩)

Yeh Jawani Hai Deewani - Hindi Movie Review, Ott, Release Date, Trailer,  Budget, Box Office & News - FilmiBeat
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে নয়না তলওয়ারের চরিত্রে দেখা যেতে পারত ক্যাটরিনাকে। অন্য কোনো ছবির জন্য কথা দেয়া ছিল বলে এই ছবির প্রস্তাব গ্রহণ করেননি অভিনেত্রী। তখন প্রস্তাব যায় দীপিকার কাছে। ৩১৮ কোটি টাকা ছিল বিশ্বজুড়ে এই ছবির বক্স অফিসে ব্যবসার পরিমাণ।

গলিয়োঁ কা রাসলীলা রাম-লীলা (২০১৩)

Goliyon Ki Raasleela Ram-Leela - Wikiwand
‘বাজিরাও মাস্তানি’র আগে সঞ্জয় লীলা বানসালীর এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ক্যাটরিনা। ফলে ডাক পড়ে দীপিকার। ছবিটি বক্স অফিসে সাফল্যের মুখ দেখে। ছবির ব্যবসার পরিমাণ ছিল ২২০ কোটি টাকা। দীপিকার সঙ্গে পর্দায় রণবীর সিংহের জমজমাট রসায়ন মুগ্ধ করেছিল দর্শককে।

বাজিরাও মস্তানি (২০১৫)

How to wear Deepika Padukone‍‍`s Deewani Mastani lehenga for your nikaah |  VOGUE India
সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ‘বাজিরাও মস্তানি’ ছবিতে মস্তানির চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে। কিন্তু দীপিকার বদলে ক্যাটরিনাকেও দেখা যেতে পারত পর্দায়। শোনা যায়। এই চরিত্রের জন্য তিনিই ছিলেন সঞ্জয়ের প্রথম পছন্দ। কিন্তু ক্যাটরিনা রাজি না হওয়ায় দীপিকা করেন চরিত্রটি। তার অভিনয় প্রশংসিত হয়। ছবিটি দেশের বক্স অফিসে প্রায় ২০০ কোটি টাকার ব্যবসা করেছিল। রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়াও ছিলেন এ ছবিতে।

দীপিকাকে আগামী দিনে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ ছবিতে। তার সহ-অভিনেতা হৃতিক রোশন ও অনিল কাপুর। নাগ অশ্বিন পরিচালিত ‘প্রজেক্ট কে’ ছবিতেও প্রভাসের সঙ্গে দেখা যাবে দীপিকাকে। ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, দিশা পাটানিও।

অন্যদিকে ক্যাটরিনা ফিরছেন সালমান খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ নিয়ে। চলতি বছরে দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা ছবিটির।

 

জেকেএস/

আর্কাইভ