• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বলিউডের নায়িকাদের কার সম্পদ বেশি?

প্রকাশিত: জুন ৪, ২০২৩, ১১:৩৮ পিএম

বলিউডের নায়িকাদের কার সম্পদ বেশি?

বিনোদন ডেস্ক

বলিউডে নায়কদের থেকে নায়িকাদের আয় তুলনামূলক কম। নায়িকাদের মধ্যে কার সম্পদের পরিমাণ কত? ছবি করা ছাড়াও অনেকের আয়ের উৎস রয়েছে একাধিক।

বলিউডের প্রতিষ্ঠিত নায়িকা ক্যাটরিনার মোট সম্পত্তির পরিমাণ ২১৭ কোটি টাকা। বড় পর্দায় সম্প্রতি দেখা না গেলেও ওটিটি প্ল্যাটফর্মে ছবি এবং ওয়েব সিরিজে অভিনয় করছেন মাধুরী দীক্ষিত। মাধুরীর মোট সম্পত্তির পরিমাণ ২৪৮ কোটি টাকা। উপার্জনের নিরিখে মাধুরীর চেয়ে সামান্য এগিয়ে রয়েছেন আনুষ্কা শর্মা। অভিনয়ের পাশাপাশি নিজস্ব পোশাক প্রস্তুতকারক সংস্থাও চালান তিনি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, আনুষ্কার সংস্থার আনুমানিক বাজার মূল্য ৬৫ কোটি টাকা। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ২৫৫ কোটি টাকা।

বলিপাড়ায় প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন দীপিকা পাড়ুকোন। বক্স অফিসে হিট হওয়া সিনেমায় অভিনয় করে প্রচুর পারিশ্রমিক পান তিনি। এছাড়াও বিভিন্ন নামী সংস্থার বিজ্ঞাপনে প্রচারের মুখ হিসাবে কাজ করেন দীপিকা। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৩১৪ কোটি টাকা। ‘কাভি খুশি কাভি গাম’ এর পুহ এর চরিত্র হোক বা ‍‍`জব উই মেট‍‍` ছবির গীত পর্দায় প্রতিটি চরিত্র নিখুঁত ভাবে ফুটিয়ে তোলেন কারিনা কাপুর খান। সাময়িক বিরতি নিয়ে পুত্রসন্তানের জন্মের পর আবার অভিনয়জগতে ফিরে আসেন কারিনা। 
বলিপাড়া সূত্রে খবর, করিনার মোট সম্পত্তির পরিমাণ ৪৪০ কোটি টাকা। একই ক্ষেত্রে কাজ করলেও কারিনাকে নিজের আদর্শ মনে করেন আলিয়া ভাট। তবে উপার্জনের নিরিখে কারিনার চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। প্রতি ছবিতে ১০ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক পান আলিয়া। তার মোট সম্পত্তির পরিমাণ ৫৫৭ কোটি টাকা।


শুধু হিন্দি ফিল্মজগতেই নয়, ভারত থেকে সোজা হলিউডে পাড়ি দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। অভিনয়ের পাশাপাশি ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছেন প্রিয়াঙ্কা। নিউ ইয়র্কে নিজের একটি রেস্তরাঁ খুলেছেন প্রিয়াঙ্কা। 
সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৫৮০ কোটি টাকা। দক্ষিণী ফিল্মজগতের অভিনেত্রীরাও উপার্জনের ভিত্তিতে পিছিয়ে নেই। সামান্থা রুথ প্রভু এবং নয়নতারার মতো অভিনেত্রীরা বর্তমানে একের পর এক বক্স অফিস ভাল ব্যবসা করা ছবিতে অভিনয় করেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, উপার্জনের দিক থেকে প্রথম সারিতে থাকা অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে নয়নতারার। শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে নয়নতারাকে। তার মোট সম্পত্তির পরিমাণ ১৬৫ কোটি টাকা।
‘বাহুবলী’র মতো নজির গড়া ছবিতে অভিনয় করে দর্শকের মন কেড়ে নিতে বাধ্য হয়েছেন খ্যাতনামা দক্ষিণী অভিনেত্রী আনুষ্কা শেটি। 
সংবাদমাধ্যম সূত্রে খবর, ১২০ কোটি টাকার সম্পত্তি রয়েছে আনুষ্কার। তবে দীপিকা, আলিয়া, কারিনা বা নয়নতারা নন, উপার্জনের নিরিখে অভিনেত্রীদের তালিকায় শীর্ষে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম। বলি নায়িকাদের মধ্যে ঐশ্বরিয়া মোট সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি। বলিপাড়া সূত্রে খবর, প্রতি ছবিতে অভিনয় করতে ১০ কোটি টাকা পারিশ্রমিক আদায় করেন ঐশ্বরিয়া। বচ্চন পরিবারের পুত্রবধূর মোট সম্পত্তির পরিমাণ ৮২৮ কোটি টাকা।


এডিএস/

আর্কাইভ