• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অশ্লীল ভিডিও কে ফাঁস করেছেন, জানালেন পরীমণি!

প্রকাশিত: জুন ৪, ২০২৩, ০৬:৩৬ পিএম

অশ্লীল ভিডিও কে ফাঁস করেছেন, জানালেন পরীমণি!

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

সম্প্রতি তিন অভিনেত্রীর সঙ্গে রাজের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও নেট দুনিয়ায় ফাঁস হয়েছে। এ প্রসঙ্গ বড়সড়ো আলোড়ন তৈরি করলেও ওই ভিডিও নেট দুনিয়ায় ফাঁস হওয়ার পেছনে কার হাত রয়েছে তা এখনও জানা যায়নি। তাই এবার সে বিষয়েই মুখ খুলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি।

সংবাদমাধ্যম কিংবা নেট দুনিয়া, সবখানেই ভুক্তভোগীর পাশাপাশি অনেক তারকা ব্যক্তিত্বই এই ভিডিও ভাইরালের জন্য পরীর দিকে আঙুল তুলেছেন।

এ বিষয়ে পরীর মন্তব্য কী? এতদিন সে বিষয় জানার জন্য মুখিয়ে ছিলেন পরীর ভক্ত ও নেটিজেনরা। এবার এ বিষয়েই মুখ খুলে এক বড় ধরনের বোমা ফাটিয়েছেন অভিনেত্রী।

সংবাদমাধ্যমকে পরী জানান, রাজের ফেসবুক থেকে রাজ ও তিন নায়িকার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস হওয়ার পেছনে তার কোনো হাত নেই। পরীর ভাষায়: ‘অনেকে হয়তো আমাকে সন্দেহ করছে। কিন্তু আমি কি পাগল? এসব প্রকাশ করতে যাব। তবে আমি শতভাগ নিশ্চিত, সঠিক তদন্ত হলে এমন একজনের নাম আসবে, শুনলে সবাই অবাক হবে।’

নাম প্রকাশ না করে সে ব্যক্তির প্রতি ইঙ্গিত দিয়ে পরী এ প্রসঙ্গে আরও বলেন, ‘শুধু এতটুকুই বলি, সে রাজেরই পরিবারের কেউ। মনে রাখবেন, কোনো কিছুই গোপন থাকে না। একদিন না একদিন সত্য বের হবেই। এমন ঘটনা যে ঘটাতে পারে, সে কত ভয়ংকর।’

এদিকে মানহানি হওয়ায় মামলার পথে হাঁটছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও তানজিন তিশা। অভিনেতা শরীফুল রাজও চান মামলা হোক। তাহলেই প্রকৃত দোষীকে খুঁজে পাওয়া যাবে।

অন্যদিকে পরীও চাইছেন, এ বিষয়ের সমাধানে মামলাই হোক। পরী বলেন, ‘মামলা হলে তদন্ত হবে। সঠিক তথ্য বের হয়ে আসবে। তখন কেউ আর আমার দিকে আঙুল তুলবে না।’

 

জেকেএস/

আর্কাইভ