• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অভিনেত্রী না হলে কী করতেন রাকুল প্রীত সিং?

প্রকাশিত: জুন ৩, ২০২৩, ০৬:১৭ পিএম

অভিনেত্রী না হলে কী করতেন রাকুল প্রীত সিং?

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

২০০৯ সালে কন্নড় ছবির মাধ্যমে অভিনেত্রী হিসেবে জীবন শুরু করেছিলেন রাকুল প্রীত সিং। এর পর বলিউডে পা রাখতে অভিনেত্রীকে আরও ৫ বছর অপেক্ষা করতে হয়েছিল। রাকুলের প্রথম হিন্দি ছবি ছিল ‘ইয়ারিয়া’। দ্রুতগতিতে নয়, অভিনেত্রীর ক্যারিয়ারে সাফল্য এসেছে ধীরগতিতে।

কিন্তু অভিনেত্রী হিসেবে সফল না হলে নিজের জন্য বিকল্প পেশার কথাও এক সময় ভেবেছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি পডকাস্টের জন্য সাক্ষাৎকার দিয়েছেন রকুল।

অভিনেত্রী বলেন, ‘আমি যখন মুম্বাইতে এসেছিলাম, তখন আমার বয়স ছিল মাত্র ২০ বছর। তাই লড়াই করার জন্য নিজেকে দুই বছর সময় দিয়েছিলাম।’

রাকুল বলেন, ‘আমি তো অঙ্কে স্নাতক। অভিনেত্রী হিসেবে সফল না হলে আবার পড়াশোনায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিই।’

কিন্তু রাকুলের কাছে অভিনয় সামলে পড়াশোনা করা খুব একটা সহজ ছিল না। অভিনেত্রীর কথায়, ‘কলেজে উপস্থিতি কম ছিল। সমস্যা দেখে তখনই সিদ্ধান্ত নিই, আগে পড়াশোনা শেষ করব।’

তবে ক্যারিয়ার নিয়ে বিকল্প পরিকল্পনাও ছিল। অভিনেত্রী বলেন, ‘আমি ফ্যাশন নিয়ে এমবিএ করতে চেয়েছিলাম। কিন্তু ভাগ্য সহায়, আর আমাকে সেদিকে যেতে হয়নি।’

 

জেকেএস/

আর্কাইভ