• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রবাসীদের সঙ্গে নাচবেন-গাইবেন অভিনেত্রী অপু বিশ্বাস

প্রকাশিত: জুন ১, ২০২৩, ১২:১৪ এএম

প্রবাসীদের সঙ্গে নাচবেন-গাইবেন অভিনেত্রী অপু বিশ্বাস

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সিঙ্গাপুর ও মালয়েশিয়াপ্রবাসীদের সঙ্গে সময় কাটাবেন। দিনক্ষণ আগে থেকেই চূড়ান্ত। দুটি শো-তে অংশ নিতে বিদেশে পাড়ি জমাবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

মঙ্গলবার (৩০ মে) অভিনেত্রী নিজের ভেরিফায়েড ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট করেন।

পোস্টে তিনি কয়েকটি ছবি দিয়ে লিখেছেন, ‘সবাই রেডি থাকবেন দেখা হবে, হবে অনেক নাচ-গান সঙ্গে থাকব আমি। এবারে যাচ্ছি সিঙ্গাপুর ও মালয়েশিয়া। সিঙ্গাপুর যাব জুনের ৩ তারিখ। আর ৪ জুন দেখা হবে মালয়েশিয়ার ভাইবোনদের সঙ্গে।’

No description available.

জানা গেছে, বাংলাদেশি কনসার্ট নামের একটি আয়োজনের হয়ে দুই দেশের দুটি শো-তে পারফর্ম করবেন এ নায়িকা। অপু ছাড়াও দুটি কনসার্টে থাকতে পারেন দেশের আরও কিছু শিল্পী।

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে অপুর নতুন সিনেমা ‘ট্র্যাপ’। এ ছাড়াও বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘লাল শাড়ি’ ও ‘ছায়াবৃক্ষ’ নামে দুটি সিনেমাও মুক্তি পাবে শিগগিরই। এর মধ্যে ‘লাল শাড়ি’ দিয়ে প্রযোজনায় নাম লিখিয়েছেন এ নায়িকা।

 

জেকেএস/

আর্কাইভ