• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

৮৩ বছরে বাবা হচ্ছেন অস্কারজয়ী অভিনেতা

প্রকাশিত: মে ৩১, ২০২৩, ০৭:৪৭ পিএম

৮৩ বছরে বাবা হচ্ছেন অস্কারজয়ী অভিনেতা

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

চতুর্থ সন্তানের বাবা হতে চলেছেন হলিউডের কিংবদন্তি অভিনেতা আল পাচিনো। ফক্স নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, আর এক মাস পরেই ৮৩ বছর বয়সী এই অভিনেতার বান্ধবী নুর আলফাল্লাহ প্রথম সন্তানের জন্ম দেবেন।

গত বছর পাচিনোর ৮২তম জন্মদিনে প্রথমবার নুরের সঙ্গে প্রকাশ্যে দেখা যায় তাকে। বছর ঘুরতে না ঘুরতেই এবার সুখবর দিলেন গডফাদারখ্যাত এ অভিনেতা। নুর আলফাল্লাহ পেশায় সিনেমার প্রযোজক।

আল পাচিনোর প্রথম সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর। তার মা অভিনয় প্রশিক্ষক জ্যান ট্যারান্ট হলেন আল পাচিনোর সাবেক প্রেমিকা। তার আরও এক সাবেক প্রেমিকা বেভারলি ডি অ্যাঞ্জেলো জন্ম দিয়েছেন যমজ সন্তান অ্যান্টন ও অলিভিয়ার।

গডফাদার সিরিজ ছাড়াও আল পাচিনো অভিনয় করেছেন ‘স্কেয়ারফেস’, ‘সেন্ট অব এ উম্যান’, ‘হিট’, ‘সার্পিকো’, ‘সি অব লভ’, ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’, ‘দ্য ইনসাইডার’সহ হলিউডের একাধিক কালজয়ী সিনেমায়।

 

জেকেএস/

আর্কাইভ