• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

এবার সুগার ড্যাডি নিয়ে মুখ খুলেছেন ফারিয়া

প্রকাশিত: মে ৩০, ২০২৩, ১০:০২ পিএম

এবার সুগার ড্যাডি নিয়ে মুখ খুলেছেন ফারিয়া

বিনোদন ডেস্ক

সুগার ড্যাডি। শোবিজের বেশ পরিচিত একটি শব্দ। নায়িকাদের জীবনের সঙ্গে ব্যাপকভাবে জড়িয়ে আছে শব্দটি- এমন ধারণা অনেকের। উঠতি মডেল বা নায়িকা, বিদেশ ভ্রমণ বা দামি গাড়িতে চড়লেই ‘সুগার ড্যাডি’র বিষয়টি মাথায় চলে আসে অনেকের।

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। মালয়েশিয়ায় উচ্চতর পড়াশোনা শেষ করে দেশে ফিরে শোবিজে পোক্ত অবস্থান গড়ে নিয়েছেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা পেয়েছেন।

সেই ফারিয়া শাহরিন বর্তমানে চীন ভ্রমণে আছেন। চীন ভ্রমণের বিভিন্ন ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন এ অভিনেত্রী। তাতেই কতিপয় নেটিজনদের মনে প্রশ্ন- বিদেশ ঘোরার টাকায় কোথায় পান এ অভিনেত্রী? ফারিয়ার কি সুগার ড্যাডি আছে?


এমন প্রশ্ন নজরে এসেছে ফারিয়া শাহরিনের। তার জবাবও দিয়েছেন কয়েকদিন আগে। নিজের ভেরিফায়েড ফেসবুক বিষয়টি নিয়ে পোস্ট করেছেন ফারিয়া। লিখেছেন, ‘সবাই বিদেশ গেলে কিছু হয় না আর আমি চায়না আসছি কত মানুষ আমাকে নক করল! কেন এই উত্তেজনা? আমার কোনো সুগার ড্যাডি আগেও ছিল না, ভবিষ্যতেও থাকার চান্স নাই। আর কুটনি বুড়ি ডাইনি হতাশাগ্রস্ত আপু-আন্টিরা হিংসা লাগলে মাথায় বা শরীরে বরফ দেন, আপনাদের তো আবার আমাকে দেখলে জ্বলে। আমি জ্বলার মতোই!’

নেটিজেনদের উদ্দেশে ফারিয়া শাহরিন আরও লেখেন, ‘সুগার ড্যাডি থাকলে এত দিনে আমার গাড়ি, একটা ফ্ল্যাট থাকত। খোঁজ নিয়া দেখেন আমি জিরো। যে টাকা আয় করি সব ঘুরে ঘুরে শেষ করে ফেলি, এই আমার জীবন।’

শুধু তাই নয়, সবশেষ ৩০ মে নিজের ফেসুবকে আরও একটি পোস্ট করেছেন ফারিয়া শাহরিন। লিখেছেন, ‘শুটিং শেষে পেমেন্ট নিয়ে কেউ ঘুরালে আমার ভয়ংকর রাগ হয়। ওই রাগটা আমাকে তার নাম বলে দিতে উৎসাহিত করে। এখন থেকে নামগুলো বলে লজ্জা দিয়ে দেব।’


এডিএস/

আর্কাইভ