• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আইনি ব্যবস্থা নেবেন সুনেরাহ

প্রকাশিত: মে ৩০, ২০২৩, ০৯:২৫ পিএম

আইনি ব্যবস্থা নেবেন সুনেরাহ

বিনোদন ডেস্ক

মধ্যরাতে নায়ক শরিফুল রাজের ফেইসবুকে থেকে ফাঁস হয়েছে গোপন ভিডিও আর ছবি। সুনেরাহ বিনতে কামাল, নাজিফা তুষি, তানজিন তিশার সঙ্গে রাজের ওই ভিডিও, ছবি রীতিমত ভাইরাল নেটদুনিয়ায়।

সোমবার (২৯ মে) মধ্যরাতের পোস্ট করা ভিডিও, ছবিগুলো আর সরিয়ে ফেলা হয় ১৭ মিনিটের মাথায়।

গোপন ভিডিও, ছবি ফাঁসের ঘটনায় শোবিজে বিভিন্ন কথা শোনা যাচ্ছে। রাজ-পরীর সংসার নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এ ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন শরিফুল রাজ, নাজিফা তুষি, তানজিন তিশা।

তবে সরব হয়েছেন সুনেরাহ বিনতে কামাল। আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান এ অভিনেত্রী। ৩০ মে রাত ৩টা ১১ মিনিটে দেয়া স্ট্যাটাসে এ কথা জানা সুনেরাহ। অভিনেত্রী জানান, এসব ভিডিও ৫ বছর আগের। যখন রাজের সঙ্গে ‘ন ডরাই’ সিনেমার শুটিং চলছিল।
 


স্ট্যাটাসে সুনেরাহ লেখেন, ‘রাজকে আমি ১০ বছরেরও বেশি সময় ধরে চিনি। সে আমার অনেক ভালো বন্ধু ছিল। তবে তার বিয়ের পর থেকে প্রায় যোগাযোগ ছিল না আমাদের। সেদিন একটি ডাবিং স্টুডিওতে দেখা হলো আমাদের। আমরা একসঙ্গে ছবি তুললাম। আমি জানি না, পুরনো বন্ধুর সঙ্গে একটি ছবি তোলা এমন কী অপরাধের বিষয়। তার স্ত্রী (পরীমনি) কোনো কারণ ছাড়াই পাগলপ্রায় এটা নিয়ে।’

তিনি আরও লেখেন, ‘আপনারা যে ভিডিওগুলো দেখেছেন সেগুলো পাঁচ বছর আগের। ‘ন ডরাই’ সিনেমার সময়ের। সেই সময় আমরা এভাবেই মজা করতাম, আর প্রতিদিন এভাবে কথা বলার প্র্যাকটিস করতাম। কারণ, আমাদের, বিশেষ করে আমাকে সিনেমার প্রয়োজনে গালি দিতে হয়েছে এভাবে।’
 
অনুরোধ করে সুনেরাহ লেখেন, ‘দয়া করে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমি নিশ্চিত, ওর (শরিফুল রাজ) আইডি হ্যাকড হয়েছে। আর কে হ্যাক করেছে, আমরা সবাই সেটা জানি, প্রকাশ্যে হইচই করতে কোনো কারণ লাগে না যার। এ ভিডিওগুলো যারা ছড়াবে, তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমি।’

তানিম রহমান অংশুর পরিচালনায় ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করেছিলেন সুনেরাহ বিনতে কামাল ও শরিফুল রাজ। সিনেমায় অভিনয় করতে গিয়েই তাদের সম্পর্ক হয়ে উঠে।


এডিএস/

আর্কাইভ