• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নিরাপত্তাবলয় ভেঙে খুদে ভক্তকে সালমানের আদর

প্রকাশিত: মে ২৬, ২০২৩, ০৬:২৯ পিএম

নিরাপত্তাবলয় ভেঙে খুদে ভক্তকে সালমানের আদর

বিনোদন ডেস্ক

বিমানবন্দরে তারকাদের আচার-আচরণ পাপারাজ্জিদের লেন্সবন্দি হয় সবসময়। ভক্তদের সঙ্গে বিমানবন্দরে তারকাদের যেমন দেখা যায় মেজাজ হারাতে, ঠিক তেমনি আবার দেখা যায় ভক্তদের সঙ্গে সুন্দর মুহূর্তে। এবার বিমানবন্দরে ভক্তের প্রতি সালমান খানের ভালোবাসা দেখে অবাক হয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল।

ভিডিওটিতে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় সালমানকে। ভাইজানকে দেখেই দূর থেকে ছুটে আসে এক খুদে ভক্ত। আর তাকে ফিরিয়ে দেননি সালমান খানও। কড়া নিরাপত্তাবলয় ভেঙে জড়িয়ে ধরে আদর করেন।

সালমানের পাশে দাঁড়িয়ে সে ঘটনায় শুধু তাকিয়েই দেখেছে তার নিরাপত্তাকর্মীরা। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। ভাইজানের ব্যবহার নজর কেড়েছে নেটিজেনদের।


উল্লেখ্য, আবুধাবির এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাই যাচ্ছেন সালমান খান। বিমানবন্দরে ভাইজানের মিষ্টি আচরণ দেখে উচ্ছ্বসিত ভক্তরা।

একজন মন্তব্য করেছেন, ‘ভাইজানের মধ্যেই প্রকৃত মানবিকতা রয়েছে।’

সালমানের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আরেকজন মন্তব্যে বলেছেন ‘এই কারণেই তিনি ভাইজান।’

এর আগে ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির পর নায়ক কলকাতায় গিয়েছিলেন। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি।


এডিএস/

আর্কাইভ