• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সংসার করতে চেয়েছি সেটা ভুল হলে আমি ক্ষমাপ্রার্থী : বুবলী

প্রকাশিত: মে ২০, ২০২৩, ০৮:১৩ পিএম

সংসার করতে চেয়েছি সেটা ভুল হলে আমি ক্ষমাপ্রার্থী : বুবলী

বিনোদন ডেস্ক

শাকিব খানের সঙ্গে সম্পর্ক রাখতে চান বা না চান এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার বলে জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় এক আয়োজনে উপস্থিত সাংবাদিকদের শাকিব খান প্রসঙ্গে বুবলী বলেন, ‘শাকিব খান নামটি আর আমি মুখে আনতে চাই না। এই নায়ককে ভালোবেসে সংসার করতে চাওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’

বুবলী আরও বলেন, ‘আমরা বসে কথা বলতে পারি। বাইরের মানুষক জানানোটা সমাধান না। আমি আমার জায়গা থেকে সংসার করতে চেয়েছি সেটাই যদি ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আমি কাউকে অপমান করতে চাই না। তাকে সম্মান দিয়েই থাকতে চাই।’


সম্প্রতি চিত্রনায়ক শাকিব খান তাঁর দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের কথা স্পষ্ট করেছিলেন। তাতে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন বুবলী। এরপর শাকিব গণমাধ্যমে বুবলী প্রসঙ্গে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন। তারপরই ফের আলোচনা-সমালোচনা শুরু হয় নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে।


এডিএস/

আর্কাইভ