• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কেন হারিয়ে গেলেন জায়েদ খান?

প্রকাশিত: মে ১৯, ২০২৩, ০৬:১৩ পিএম

কেন হারিয়ে গেলেন জায়েদ খান?

বিনোদন ডেস্ক

২০০৪ সালে ‘ম্যায় হু না’ ছবি করে লাখো তরুণীর মনে জায়গা করে নেন জায়েদ খান। কিন্তু এর পরে একাধিক ছবি করেও ক্রমেই তিনি হারিয়ে গেলেন কেন?

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে জায়েদ খান জানিয়েছেন, ‘জীবনে তিনি একাধিকবার প্রত্যাখ্যান সহ্য করেছেন। জীবনের সবচেয়ে কঠিন সময় কাটিয়েছেন তিনি। এমনকি নিজের প্রতি ক্রমে বিতৃষ্ণা জন্মে গিয়েছিল।’

নিজেকে ‘বেগুন’-এর মতো দেখতে লাগত বলে মন্তব্য করেছেন জায়েদ খান।


দীর্ঘদিন বিভিন্ন প্রযোজকের দফতরে-দফতরে কাজের জন্য ঘুরে বেড়িয়েছেন তিনি। কিন্তু কোনো কাজ পাননি। এমনকি লজ্জায় বন্ধুদেরও জানাতে পারেননি তার অবস্থার কথা।

তবে খুশির খবর হচ্ছে আবারও পর্দায় ফিরছেন এই তারকা। এবার তাকে দেখা যাবে একটি নতুন ওটিটি সিরিজে। তার বাবা সঞ্জয় খানের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি।


এডিএস/

আর্কাইভ