• ঢাকা বুধবার
    ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

গলাটা ধরে এলো কান্নায়: পরীমণি

প্রকাশিত: মে ১৭, ২০২৩, ১১:২৮ পিএম

গলাটা ধরে এলো কান্নায়: পরীমণি

বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাকে সঙ্গ দিচ্ছে ছোট্ট রাজ্য। সেখানেই ঘটেছে আবেগময় ঘটনা। তার প্রতি ছেলের ভালোবাসা দেখে অভিভূত নায়িকা।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার (১৬ মে) ভোরে একটি পোস্টে সে কথাই জানান পরীমণি।

তিনি লিখেছেন, ‘গতকাল ৮ ঘণ্টার মাথায় রাজ্যের কান্নার জন্যে আমার ক্যানোলা খুলে দেয়া হয়। আজকে বাটারফ্লাই দিয়ে আমাকে অ্যান্টিবায়োটিক দেয়া হয়। সেখানে এই ছোট্ট একটা ব্যান্ডেজও সে রাখতে দেবে না।

‘সকালে ডক্টর রুমে ঢোকার সাথে সাথে রাজ্য আমার গলা শক্ত করে জড়িয়ে ধরে। থার্মোমিটারটা পর্যন্ত ওর সামনে বের করতে পারে না কেউ। আর কি লিখবো! গলাটা ধরে এলো কান্নায়।’


পরীমণির পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন

এর আগে ১৪ মে (রোববার) দিবাগত রাত ৩টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অসুস্থতার বিষয়টি পরীমণি নিজেই নিশ্চিত করেন।


এডিএস/

আর্কাইভ