• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সাদা স্লিট গাউনে কানের রেড কার্পেটে এশা গুপ্তা

প্রকাশিত: মে ১৭, ২০২৩, ০৯:১১ পিএম

সাদা স্লিট গাউনে কানের রেড কার্পেটে এশা গুপ্তা

বিনোদন ডেস্ক

কানের রেড কার্পেটের দিকে নজর থাকে গোটা বিশ্বের। প্রতিবারই কান ফিল্ম ফেস্টিভ্যাল তারকাদের আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। এবারে ৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যালে ডেব্যু করলেন অভিনেত্রী এশা গুপ্তা। নিজেই শেয়ার করেছেন কানের রেড কার্পেটে হাঁটার ছবি।

এশা গুপ্তাকে কানের রেড কার্পেটে দেখা গেছে থাই হাই স্লিট গাউনে। এর ওপরের দিকে রয়েছে কলার, সেটার আবার সূক্ষ্ম লেসের কাজ। এশার এই গাউনটি ডিজাইন করেছেন নিকোলাস জেব্রান। পোশাকের সঙ্গে মিলিয়ে এশার মুখে ছিল হালকা মেকআপ। ফ্রেড প্যারিশ জুয়েলারি লাইনের একটা সাদা আংটি এবং এক জোড়া কানের দুল পরেছিলেন অভিনেত্রী। সামনের লেয়ার ছেড়ে মাথার চুল পেছন থেকে খোঁপা করা। এশার এই লুক সেট করেছেন ভিক্টর ব্লাঙ্কো নামে এক স্টাইলিশ। ফ্রেঞ্চ রিভেরারর ছবি দিয়ে এশা লিখেছেন ‘কান’।


এ ছাড়া এশা যেদিন কান ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছান, সেদিন অভিনেত্রীর পরনে ছিল ডোরাকাটা টি-শার্টের লম্বা ড্রেস। পোশাকের সঙ্গে মিলিয়ে হালকা মেকআপ করেছিলেন এশা। ছিল ঢেউ খেলানো চুল চুল, বাদামি রঙের সানগ্লাস, সবুজ ব্লক হিল জুতা ও ফিরোজা স্লিং ব্যাগ। আর সঙ্গে হালকা উজ্জ্বল হাসিতে মন কেড়েছিলেন সবার।


এডিএস/

আর্কাইভ