• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বুবলী জানালেন কীভাবে বাড়ি-গাড়ির মালিক হয়েছেন

প্রকাশিত: মে ১৬, ২০২৩, ০৩:০৯ এএম

বুবলী জানালেন কীভাবে বাড়ি-গাড়ির মালিক হয়েছেন

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

গত বছর থেকে সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় চিত্রনায়িকা শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে ঝামেলা যেনো মিটছেই না। ঈদে শাকিব খানের সঙ্গে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমা মুক্তির পায়। সিনেমাটির সাফল্য উদযাপনের মাঝেই দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন কিং খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী কীভাবে গাড়ি-বাড়ির মালিক হয়েছেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

শাকিব বলেন, ‘আমিও তাকে (বুবলী) অন্ধ বিশ্বাস করেছিলাম। কিন্তু শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল। একসঙ্গে সাড়ে ৩ কোটি টাকার ফ্ল্যাট এবং ৫৬ লাখ টাকার গাড়ির মালিক হলো। হঠাৎ করে এমন বিত্ত-বৈভবের মালিক হওয়া কীভাবে সম্ভব? কেউ যদি বিনা কারণে বিশ্বাসভঙ্গ করে বা বিশ্বাসঘাতকতা করে তাহলে তার সঙ্গে সম্পর্ক কীভাবে কনটিনিউ করা যায় আপনারাই বলুন?’

শাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বুবলী

তিনি আরও বলেন, ‘ঈদের দিনও পরিকল্পিতভাবে বুবলী আমার বাসায় আসে। যেখানে আমার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, সেখানে আমার বাসায় সে আসবে কেন? ঈদের দিন বাসায় কেউ এলে তাকে তো আর বের করে দেওয়া যায় না। অথচ এর আগে একবার তাকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল। সে মিথ্যা বলে আবার আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করেছে। জীবদ্দশায় আমি তার ছায়াও আর দেখতে চাই না। আমার ধারে-কাছে আসা এবং আমার বাসায় প্রবেশের কোনো অধিকার তার নেই। তার আর কোনো নাটক আমি দেখতে চাই না।

ঘাড় ধাক্কা‍‍`র বিষয়ে যা বললেন বুবলী

এবার শাকিবের সেই প্রশ্নের জবাব দিয়েছেন বুবলী। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘দেখুন আমি দীর্ঘদিন ধরেই ফিল্ম করছি, তার আগে নিউজ পড়েছি, অনেক কালচারাল প্রোগ্রাম করি, বিভিন্ন ওপেনিং শো করি, বিজ্ঞাপন করি, এত বছর সম্মানের সঙ্গে কাজ করে আমার নিজ সামর্থ্য আর পরিবারের সহযোগিতা নিয়ে যতটুকু থাকার ঠিক ততটুকুই আছে।’

নিজের গাড়ি-বাড়ি প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমার গাড়ির কথা তিনি বলছেন, সেটা ব্যাংক লোন নিয়ে কেনা হয়েছে। সব লোনের কাগজপত্র আমার কাছে আছে। যে শোরুম থেকে নেওয়া হয়েছে সেই শোরুম তিনি নিজেও চেনেন। আমার বাসার কথা তিনি বলেছেন যেটাতে আমি আম্মু, আব্বু, শেহজাদ, আমার ছোট ভাইসহ পরিবার নিয়ে থাকি। এই বাসা আমার নামেও না, কারণ এটাও লোন নিয়ে করা।’

জ্যামে ভক্তের সাহায্য নিলেন অমিতাভ বচ্চনজ্যামে ভক্তের সাহায্য নিলেন অমিতাভ বচ্চন
তিনি আরও বলেন, ‘আমার ফিল্ম আর বিজ্ঞাপন থেকে কিছু টাকা দিয়ে, কিছুটা পরিবার থেকে হেল্প নিয়ে, বাকিটা লোন করে গাড়ি কিনেছি আমি। গাড়ি এবং বাড়ির প্রতি মাসের ইনস্টলমেন্টের হিসাব আমার কাছে আছে। আমি এত বছর কাজ করে লোন করে কিছু করতে গেলেও এখন সমস্যা?’

সবশেষে অভিনেতার কাছে বুবলী প্রশ্ন রাখেন, ‘আমার আর সন্তানের জন্য তো আমাকে কাজ করতে হয়। কারণ, সব দায়িত্ব আমার একার। তিনি এসবেও নোংরামি করতে চান? তাহলে তিনি নিজে কেন কোন দায়িত্ব নেননি?’

 

জেকেএস/

আর্কাইভ