প্রকাশিত: মে ১৫, ২০২৩, ০৭:৪৩ পিএম
কিংবদন্তি অভিনেতা চিত্রনায়ক ফারুক প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন। শুধু অভিনয় দিয়ে নয়, তার অভিনীত সিনেমার গান দিয়েও দর্শক হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি।
মিয়াভাই খ্যাত চিত্রনায়ক ফারুকের পুরো নাম আকবর হোসেন পাঠান ফারুক। শৈশব থেকেই অভিনয়ের প্রতি আলাদা ভালো লাগা কাজ করায় মাত্র ২৩ বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।
তার অভিনীত সেরা সিনেমাগুলো হলো জলছবি, আবার তোরা মানুষ হ, আলোর মিছিল, লাঠিয়াল, সূর্যগ্রহণ, মাটির মায়া, নাগরদোলা, দিন যায় কথা থাকে, কথা দিলাম, মাটির পুতুল, সাহেব, ছোট মা, এতিম, ঘরজামাই, সখী তুমি কার, সুজন সখী, নয়নমনি ইত্যাদি।
তবে দর্শক হৃদয়ে ঝড় তোলা সিনেমার মধ্যে রয়েছে সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, মিয়া ভাইয়ের মতো চলচ্চিত্র।
এসব জনপ্রিয় সিনেমার গান এখনও মানুষের মুখে মুখে। ফারুক অভিনীত কালজয়ী কিছু সিনেমার গানের মধ্যে রয়েছে-
১। একটাই কথা আছে বাংলাতে ... গানটিতে বন্ধু আর বন্ধুত্বের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। বন্ধু আমার সিনেমায় ফারুক আর জাফর ইকবালের অভিনয় ছিল অসাধারণ। ইউটিউবে এ গানটি এত জনপ্রিয় যে এর ভিউ সংখ্যা ছাড়িয়েছে ১৭ মিলিয়ন।
২। ওরে নীল দরিয়া...গানটি এখনও দর্শকদের নস্টালজিক করে তোলে। সারেং বউ সিনেমার এ গানের কষ্ট এখনও শ্রোতাদের হৃদয়ে নাড়া দেয়। ইউটিউবে জনপ্রিয় এ গানটির ভিউ সংখ্যা ছাড়িয়েছে ৫.৯ মিলিয়ন।
৩। কি আছে জীবনে আমার...চিত্রনায়িকা ববিতার সঙ্গে অভিনীত জীবন সংসার সিনেমার এ গানটি দর্শকদের এখনও বিমোহিত করে তোলে। ইউটিউবে জনপ্রিয় এ গানটির ভিউ সংখ্যা ছাড়িয়েছে ৬.৯ মিলিয়ন।
৪। তুমি আমার মনের মাঝি....গানটি দ্বৈতভাবে গেয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোর। চিত্রনায়িকা নিপা মোনালিসার সঙ্গে অভিনীত ফারুকের এই গানটি ইউটিউবে ভিউ সংখ্যা ৫.৩ মিলিয়ন ছাড়িয়েছে।
৫। সব সখিরে পার করিতে নেব আনা আনা...গানটি এত জনপ্রিয় যে ফারুক-কবরী অভিনীত এ সিনেমার রিমিক্স সিনেমা করেন নব্বয়ের দশকের জনপ্রিয় অভিনয়শিল্পী সালমান শাহ ও শাবনূর।
ইউটিউবে মূল সিনেমার গানের ভিডিওর ভিউ সংখ্যা ২০০ কে হলেও সালমান শাহ ও শাবনূরের রিমিক্স গানটির ভিউ ছাড়িয়েছে ১৫ মিলিয়ন। এ ছাড়া একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ফারুক-কবরী এই গানের সঙ্গে লিপসিং করেন। সে ভিডিওর ভিউ সংখ্যা ৫ মিলিয়নেরও বেশি ছাড়িয়েছে।
৬। চোখের জলে আমি...গানটিতে কণ্ঠ দিয়েছিলেন জনপ্রিয় শিল্পী এন্ড্রু কিশোর। ঝিনুকমালা সিনেমার এ গানটির ইউটিউবে ভিউ সংখ্যা ছাড়িয়েছে ৬.৯ মিলিয়ন।
৭। ভালোবাসি ভালোবাসি...গানটিতে কণ্ঠ দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় শিল্পী বাপ্পী লাহিড়ি আর আশা ভোসলে। ফারুক-রোজিনা জুটির এ গানটির ইউটিউবে ভিউ সংখ্যা ছাড়িয়েছে ১.৮ মিলিয়নেরও বেশি।
কালের খেয়া যতই বয়ে যাক না কেন এসব কালজয়ী সিনেমা ও গানের জন্য দর্শক হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবেন মিয়া ভাই খ্যাত চিত্রনায়ক ফারুক।
জনপ্রিয় এ চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার (১৫ মে) সকাল ১০টার দিকে মারা যান। তার মরদেহ আগামীকাল (মঙ্গলবার) দেশে আনা হবে বলে জানিয়েচেন তার ছেলে রওশন হোসেন পাঠান শরৎ।
দীর্ঘ সময় ধরে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন ফারুক। এর মধ্যে দুবার তার মৃত্যুর গুজব ছড়ায়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ২০২১ সালের মার্চের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরে যান ফারুক। তখন রক্তে সংক্রমণ ধরা পড়লে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন তিনি। সিঙ্গাপুরে প্রায় চার মাস ধরে আইসিইউতে ছিলেন ফারুক। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মাস ছয়েক আগে তাকে কেবিনে নেয়া হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন ফারুক।
এডিএস/