• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘সো ফ্যাট’ থেকে ‘এত রোগা কেন?’ বডি শেমিংয়ের বিরুদ্ধে সরব দেবলীনা

প্রকাশিত: মে ১২, ২০২৩, ০৫:৫৬ পিএম

‘সো ফ্যাট’ থেকে ‘এত রোগা কেন?’ বডি শেমিংয়ের বিরুদ্ধে সরব দেবলীনা

বিনোদন ডেস্ক

বাংলা সিরিয়ালের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন দেবলীনা কুমার। কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শেষ হয়েছে দেবলিনা অভিনীত সাহেবের চিঠি ।  অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু নিয়মিত অ্যাক্টিভ থাকে থাকেন দেবলীনা।

মাঝেমধ্যেই নিজের ব্যক্তিগত জীবনের টুকরো ছবিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে। তবে বর্তমানে কোনো সিরিয়ালে অভিনয় না করলেও মাঝেমধ্যে নানান বিষয়কে কেন্দ্র করে শিরোনামে আসতেই থাকেন এই অভিনেত্রী। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় দেবলীনার ছবি দেখে অনুরাগীরা যেমন প্রশংসা করেন তেমনি মুখ বন্ধ হয় না নিন্দুকদেরও।

Devlina Kumar, Devlina Kumar marriage proposals, Devlina Kumar marriage proposals in Egypt

দেবলীনার সাজ পোশাক কিংবা বোল্ড রূপ দেখে চলতে থাকে দেদার ট্রোলিং। প্রসঙ্গত সদ্য মুক্তি পেয়েছে ঋতাভরী চক্রবর্তী অভিনীত বাংলা সিনেমা ‘ফাটাফাটি।’ এই সিনেমার ম্যধ্যে দিয়েই আমাদের সমাজে বডি  শেমিং নিয়ে যে ট্যাবু রয়েছে  তার সমূলে সজোরে আঘাত করা হয়েছে। এবার এই  বডি শেমিং নিয়েই সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন অভিনেত্রী দেবলীনা কুমার।

 

বিএস/

 

আর্কাইভ