• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‍‍`আমাকে ম্যাম বলে ডাকবে‍‍` ফটোগ্রাফারদের জানিয়ে দিলেন বিরাট

প্রকাশিত: মে ১১, ২০২৩, ০৮:৫৬ পিএম

‍‍`আমাকে ম্যাম বলে ডাকবে‍‍` ফটোগ্রাফারদের জানিয়ে দিলেন বিরাট

বিনোদন ডেস্ক

বিরাট কোহলি আর আনুশকা শর্মা বরাবরই অনুরাগীদের মধ্যে পাওয়ার কাপল হিসেবে পরিচিত। বুধবার (১০ মে) রাতে আনুশকা আর বিরাটকে পাওয়া গেল ডিনার ডেটে।

আনুশকা ঢিলেঢালা সাদা প্যান্টের সঙ্গে পরে এসেছিলেন ধূসর রঙের স্ট্রাইপড টপ। বিরাট পরেছিলেন একটা মিলিটারি প্রিন্ট শার্ট। রেস্তোরাঁয় প্রবেশের আগে পাপারাজ্জিদের জন্য পোজ দিলেন দুজনে। আর সেখানেই বিরাটকে পাওয়া গেল বেশ মজার মুডে।

এক ফটোগ্রাফার ছবি তোলার সময় আনুশকাকে ‘স্যার’ বলে ডেকে ফেলে! সে ভুল করে বলে ফেলে, ‘ক্যাপ্টেনজি… আনুশকা স্যার’। আর তাতে হেসে ফেলেন অনুষ্কা। পাশ থেকে বিরাট টিপ্পনী কাটে বলেন, ‘এবার আমাকে ম্যাম বলে দাও’। যদিও এসবই হয়েছে মজার ছলে।

দিন কয়েক আগে আরসিবি ম্যাচে গ্যালারিতে থাকা অনুষ্কার দিকে বিরাটের চুমু ছুড়ে দেয়াও খুব পছন্দ করেছিল নেটিজেনরা।

নিজেদের রেস্টোরাঁ জুহুর One8 Commune-এ টিম আরসিবির জন্য এদিন ডিনার পার্টি রেখেছিলেন দম্পতি। মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ম্যাচে হেরেছে বিরাটের দল। আনুশকা এদিনও হাজির ছিলেন গ্যালারিতে। স্ট্যান্ড থেকে খেলা দেখেছেন।

বিরাট ও আনুশকার ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন


বর্তমানে নিজের বেশির ভাগ সময়ই তিনি মেয়ে ভামিকা আর বিরাটের জন্য রাখেন। কাজের সূত্রে খুব জলদি তাকে দেখা যাবে স্পোর্টস বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এ, যা মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক। নেটফ্লিক্সে আসবে সেই সিনেমা। এর আগে তার দেখা মিলেছে ২০১৮ সালের সিনেমা ‘জিরো’-তে।

বিরাট একাধিক সাক্ষাৎকারে এই সিনেমায় ঝুলনের চরিত্রে নিজেকে খাপ খাওয়াতে আনুশকা যে পরিশ্রম করেছেন, তার তারিফ করেছেন। সঙ্গে আবার তাকে এও বলতে শোনা গিয়েছে, মেয়ের জন্য স্যাক্রিফাইস করছেন আনুশকা অনেক। এমনকি তাকে অহংমুক্ত রাখার ক্রেডিটও ভারতের প্রাক্তন ক্যাপ্টেন দিয়েছেন স্ত্রীকে।


এডিএস/

আর্কাইভ