• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মিমি চক্রবর্তীকে বিশেষ উপহার দিলেন শাহরুখ খান

প্রকাশিত: মে ৯, ২০২৩, ০৬:২৫ পিএম

মিমি চক্রবর্তীকে বিশেষ উপহার দিলেন শাহরুখ খান

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে দারুণ এক উপহার পাঠিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি নিজের টুইটারে এ তথ্য নিজেই জানিয়েছেন জনপ্রিয় এ চিত্রনায়িকা।

অভিনয় ছাড়াও মিমি কলকাতা সরকারের সংসদ সদস্য। এ অভিনেত্রী বেশকিছু দিন ধরেই একটি আবদার করছিলেন শাহরুখের কাছে। আর আবদারটি হলো শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ঘিরে।

শাহরুখের কাছে এই দলের একটি জার্সি চেয়েছিলেন মিমি। যে জার্সিতে মিমি নামটি লেখা থাকবে। শাহরুখের কানে আসামাত্রই কয়েক দিনের ব্যবধানে হাতে উপহার বুঝে পেলেন নায়িকা।

ফেসবুকের স্টোরিতে সে ছবি পোস্ট করতেই খুশি হয়েছেন কলকাতাবাসী। আনন্দে উচ্ছ্বসিত অভিনেত্রীও। এদিকে অভিনেত্রীর কেকেআরের জার্সি হাতে নেয়া পোস্ট দেখে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স টুইটারে লিখেছে, পারপেল আর গোর্ডেন, দারুণ লাগছে মিমি।

 

জেকেএস/

আর্কাইভ