প্রকাশিত: মে ৮, ২০২৩, ০৫:০৬ পিএম
অভিনেত্রী হিসাবেই পরিচিত ও জনপ্রিয় জ্যোতিকা জ্যোতি। গত মাস থেকে ‘চাকরীজীবী’ পেশাও যুক্ত হয়েছে তার নামের পাশে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে যোগ দিয়েছেন তিনি।
প্রতিষ্ঠানটির ‘প্রকাশনা ও গবেষণা’ বিভাগের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন ১৫ মার্চ থেকে।
কেমন কাটছে চাকরী জীবন? জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘অভিনয় জীবনটা এক রকম, আর এ চাকরি জীবন আরেক রকম। একাডেমির প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আমাকে ভীষণ সহযোগিতা করছেন।
আমি সব সময়ই ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করি। আমার ভালোলাগে প্রকাশনা ও গবেষণা বিষয়টি। প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করছি।’
এদিকে সময় পেলে অভিনয়ও করছেন তিনি। এরই মধ্যে তাজু কামরলের পরিচালনায় ছয় পর্বের ওয়েব সিরিজ ‘অমানবিক’র কাজ শেষ করেছেন। শিগ্গির তার একটি সরকারি অনুদানের সিনেমার কাজ শুরু করারও কথা রয়েছে।
বিএস/