• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজ-মিম ইস্যুতে মুখ খুললেন পরীমনি

প্রকাশিত: মে ৮, ২০২৩, ০২:৪১ এএম

রাজ-মিম ইস্যুতে মুখ খুললেন পরীমনি

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমাটি দর্শকপ্রিয় হয়। এ কারণে আলোচনায় আসেন এ জুটি। পরে এ জুটির মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের মতো গুরুতর অভিযোগ আনেন রাজের স্ত্রী ও অভিনেত্রী পরীমনি।

ভক্তদের মাঝে আলোচনা আছে, পরীর আপত্তির কারণে রাজ-মিম একসঙ্গে সিনেমা না করার সিদ্ধান্ত নেয়। রাজ-মিম-পরীমনি ইস্যু নিয়ে এতদিন প্রকাশ্যে তেমন মুখ খোলেননি কেউই। অবশেষে নীরবতা ভাঙলেন পরীমনি। এক সাক্ষাৎকারে সম্প্রতি এ নায়িকা বিষয়টি নিয়ে বলেন, এগুলো সম্পূর্ণ বাজে কথা। তা ছাড়া মিম হঠাৎ করে একদিন বলে দিল, সে আর কাজ করবে না রাজের সঙ্গে।

সেটি তো কোনো সমাধান নয়। পরীমনি আরও বলেন, এমন গায়ে পড়া মানুষ আমার মোটেও পছন্দ নয়।

তিনি জানান, মিম যত না রাজের ঘনিষ্ঠ ছিলেন, তার চেয়েও বেশি ঘনিষ্ঠ ছিলেন তার (পরী)। পরীমনি চান তারা আবারও একসঙ্গে কাজ করুক। কারণ পর্দার সামনে তাদের জুটি পরীমনির ভীষণ প্রিয়।
তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি রাজ।

 

জেকেএস/

আর্কাইভ