• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মাদক না ছাড়ায় নোবেলকে তালাক দিলেন সালসাবিল

প্রকাশিত: মে ৪, ২০২৩, ১০:০৮ পিএম

মাদক না ছাড়ায় নোবেলকে তালাক দিলেন সালসাবিল

বিনোদন ডেস্ক

বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে তালাক দিলেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। বৃহস্পতিবার (০৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সালসাবিল। নোবেলের মাদকাসক্তিকে কেন্দ্র করেই এ বিচ্ছেদ বলে জানিয়েছেন তিনি।

তিন জানান, গত বছরেই নোবেলের নানা বিতর্কিত কাণ্ডে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন সালসাবিল। কিন্তু সেসময় দুই পরিবারের কারণে বিচ্ছেদের বিষয়টি ‘থমকে’ ছিল। অবশেষে থমকে থাকা সেই সিদ্ধান্তই এবার চূড়ান্ত করলেন সালসাবিল মাহমুদ।

তিনি বলেন, ‘তালাকের চিঠি আগেই দিয়েছিলাম। তালাক কার্যকর হতে তিন মাস সময় লাগে। কিন্তু চাইলে সেটাকে স্থগিত করা যায়। নোবেলের পরিবর্তন হবে- এমন আশায় সেটাকে স্থগিত রেখেছিলাম। আজ সকালে (বৃহস্পতিবার) সেটা কার্যকর করেছি।’


এদিকে এক ফেসবুক পোস্টে বৃহস্পতিবার দুপুরে সালসাবিল মাহমুদ বলেন, ‘আমি হয়তোবা আগে ক্লিয়ার করিনি ব্যাপারটা যেহেতু আমরা দুজনেই সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স রেজিস্ট্রেশনটা উকিলকে বলে হোল্ডে রেখেছিলাম, কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার পরও যখন আমার ও নোবেলের কথা হয় আমি তাকে শেষবারের মতো মাদকদ্রব্য ছাড়ার কথা এবং চিকিৎসা নেবার জন্য জিজ্ঞেস করি। সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় সে কখনো মাদক ছাড়বে না এবং বলে, ‘নেশা ছাড়লে তো আগেই ছাড়তাম লল’ এরপর আমি আমার পারিবারিক সিদ্ধান্তে আমার ডিভোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করি।’


এডিএস/

আর্কাইভ