• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অপু বিশ্বাসের সিনেমা নতুন করে মুক্তি

প্রকাশিত: মে ৪, ২০২৩, ০৬:২২ পিএম

অপু বিশ্বাসের সিনেমা নতুন করে মুক্তি

বিনোদন ডেস্ক

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক জয় চৌধুরী অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি ঈদের দিন মুক্তি পায়। 

সিনেমাটি মুক্তির দ্বিতীয় সপ্তাহ ফলাফল ভালো হয়নি বলে প্রেক্ষাগৃহের সংখ্যা কমে যায়। আগামী ৫ মে ৩৫টির বেশি প্রেক্ষাগৃহে এটি আসবে বলে জানা গেছে। পরিচালকের ব্যাখ্যা, ঈদে ঢাকার বাইরের ৭টি প্রেক্ষাগৃহে ও ২টি অডিটোরিয়ামে সিনেমাটি মুক্তি পেয়েছিল। 

এবার তাই ঢাকাসহ নতুন মুক্তির পরিকল্পনা করা হয়েছে। এ সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, ‘আমাদের এ কাজটি নিয়ে খুব একটা প্রচারণা হয়নি। 

আমি দেশের বাইরে ছিলাম। এখন থেকে আমরা নতুন করে প্রচারণা শুরু করব। আশা করি, তৃতীয় ও চতুর্থ সপ্তাহের পর আরও ভালো খবর আসবে।’

 

বিএস/

আর্কাইভ