• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সালমান খান ঐশ্বরিয়ার গায়ে হাত তোলার অভিযোগের বিষয়ে যা বললেন

প্রকাশিত: মে ৪, ২০২৩, ০১:৩৯ এএম

সালমান খান ঐশ্বরিয়ার গায়ে হাত তোলার অভিযোগের বিষয়ে যা বললেন

বিনোদন ডেস্ক

মাঝে কেটে গেছে অনেক বছর। ঐশ্বরিয়া রাই এখন বচ্চন পরিবারের বধূ। স্বামী অভিষেক এবং কন্যা আরাধ্যাকে নিয়ে সুখের সংসার তার। নব্বইয়ের দশকের শেষের দিক। সালমান খান এবং ঐশ্বরিয়া রাই জুটির প্রেমটা শুরু হয়েছিল সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ‘হম দিল দে চুকে সনম’-এর সেটে। সেই সময় প্রায়ই খবরের শিরোনামে থাকতেন দুই তারকা।

একবার নাকি ঐশ্বরিয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে সালমান পাগলের মতো দরজা খোলার জন্য চিৎকার করতে থাকেন। শুধু তাই নয়, অভিনেত্রীকে হুমকিও দেন। ঐশ্বরিয়ার গায়ে হাত তুলেছিলেন সালমান, তিনি বলেছিলেন- একবার নয়, বহুবার তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে সালমানের কাছে। ঐশ্বরিয়ার এ অভিযোগের যে উত্তর দেন সালমান, তা শোরগোল ফেলে দেয়।

এক সাক্ষাৎকারে সালমান ঐশ্বরিয়ার অভিযোগ মিথ্যা বলেই দাবি করেন। সেই সাক্ষাৎকারে সালমান বলেন, যখন একজন নারী বলছেন আমি এমন কাজ করেছি, তখন কিছু বলার নেই। আমার মনে হয় না, আমি প্রচণ্ড রেগে কাউকে আঘাত করছি আর সেটা কোনো নারী মেনে নিচ্ছেন। আমি যদি রেগে কাউকে আঘাত করে থাকি, তাহলে তার রক্ষে থাকবে না! তবে সেসবই এখন অতীত। 

 

বিএস/

আর্কাইভ