প্রকাশিত: মে ৩, ২০২৩, ০৮:০৪ পিএম
ভারতের পুনেতে আয়োজিত এক গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে নেটদুনিয়ায় নিন্দার ঝড় উঠার পর এবার টুইটারে পোস্ট দিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান।
এপ্রিল মাসের শেষ রোববার (৩০ এপ্রিল) পুনেতে ছিল এ আর রহমানের কনসার্ট। ঘড়িতে সময় রাত ১০টা। অস্কারজয়ী সুরকার ‘ছাইয়াঁ ছাইয়াঁ’ গানটি গাইতে শুরু করেছেন। ঠিক সে সময়ই পুনে পুলিশ কন্ঠরোধ করে দেন এই বিশ্বখ্যাত সুরকারের।
হঠাৎ কেন এমন আচরণ করলেন পুনে পুলিশের সদস্যরা? এই প্রসঙ্গে পুলিশের ডিসিপি (জোন-২) এস পাতিলের বক্তব্য, রহমানের এই শো’র জন্য রাত ১০টা পর্যন্ত সময় নির্দিষ্ট ছিল।
কিন্তু তিনি খেয়াল করেননি সময় পার হওয়ার বিষয়টি। শেষ গানটি গাইতে শুরু করেছিলেন ১০টা ১৫ মিনিটে। আর এ কারণেই ওই সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা মঞ্চে উঠে সরাসরি গান বন্ধ করে দিতে বাধ্য হন।
এডিএস/