• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নিলামে উঠছে প্রিয়াঙ্কার হীরার হার, জানেন দাম কত!

প্রকাশিত: মে ৩, ২০২৩, ০৫:১৪ পিএম

নিলামে উঠছে প্রিয়াঙ্কার হীরার হার, জানেন দাম কত!

বিনোদন ডেস্ক

চলতি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় অনুষ্ঠান মেট গালা। বিশ্বের প্রথম সারির সব তারকা আসেন এই অনুষ্ঠানে।

প্রিয়াঙ্কা চোপড়া ভারতের প্রথম তারকা, যিনি ডাক পেয়েছেন এই অনুষ্ঠানে। তারপর দু’বার আমন্ত্রণ পান দীপিকা পাড়ুকোন।

এবার মেট গালায় অভিষেক ঘটল আলিয়া ভাটের। মেট গালার লাল গালিচায় প্রিয়াঙ্কা ও আলিয়া, ভারতের দুই তারকার সাজই নজর কেড়েছে আলোকচিত্রীদের।

আলিয়ার মুক্তা বসানো গাউনে যেমন চমক রয়েছে, তেমনই নজরকাড়া প্রিয়াঙ্কার গলার হীরার হার। মেট গালার অনুষ্ঠানের পর নিলামে উঠছে বুলেগেরিয়ান হীরার এই হার। কত টাকায় এটি বিক্রি হবে, শুনলে বিস্মিত হবেন।

শিকলের মতো নকশা, ছোট ছোট ছোট হীরার সমন্বয়ে তৈরি এই হার। মাঝে বড় লকেট প্রায় ১১ ক্যারেটের হীরা দিয়ে তৈরি এই হারের মূল্য প্রায় ২০৪ কোটি টাকা। তবে অভিনেত্রীর পরনে ছিল নামী পোশাক সংস্থা ভ্যালেন্টিনোর হাই স্লিট কালো গাউন। মেট গালার মঞ্চে প্রিয়াঙ্কাকে দেখা গেছে স্বামী নিক জোনাসের সঙ্গে।

 

বিএস/
 

আর্কাইভ