• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রথম ছবিতেই বাজিমাত মিঠুন পুত্রের

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩, ০৭:৫১ পিএম

প্রথম ছবিতেই বাজিমাত মিঠুন পুত্রের

বিনোদন ডেস্ক

বাবার মতো অবশেষে ছেলেও পা রাখলেন বলিউডের রঙিন দুনিয়ায়। বলছি, জনপ্রিয় সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নামশী চক্রবর্তীর কথা। বলিউডে ‘ব্যাড বয়’ সিনেমা দিয়ে যাত্রা শুরু করলেন তিনি।

শুক্রবার (২৮ এপ্রিল) ভারতের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পায় নতুন এ সিনেমাটি। সিনেমাটির মুখ্য চরিত্রে নামশীর বিপরীতে ছিলেন নায়িকা আমরিন কুরেশি।

সিনেমায় নামশীর লুক অনেক জায়গায়ই দর্শকদের মনে করিয়ে দিয়েছে ডিস্কো ডান্সার মিঠুনকে। নামশী, আমরিন ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়।


সিনেমায় গোটা ছবির কমেডির দায়িত্বটা একা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন শাশ্বত। কমেডির পাশাপাশি রোমান্টিক ঘরানার এ ছবিতে আরও রয়েছেন জনি লিভার, রাজপাল যাদব, দর্শন জরিওয়ালা প্রমুখ।

রাজকুমার সন্তোষীর পরিচালনায় এ সিনেমাটি প্রযোজনা করেছেন অঞ্জুম কুরেশি এবং সাজিদ কুরেশি। দর্শকমহলে সিনেমার পাশাপাশি বেশ ভালো সাড়া ফেলেছে মিঠুনপুত্র নামশীর অভিনয়।


এডিএস/

আর্কাইভ