• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রিয়াংকা বললেন আমার মেয়েকে প্রায় হারিয়েই ফেলেছিলাম

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩, ০৫:১৮ পিএম

প্রিয়াংকা বললেন আমার মেয়েকে প্রায় হারিয়েই ফেলেছিলাম

বিনোদন ডেস্ক

গত বছর জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে সন্তান নেন নিক জোনাস ও প্রিয়াংকা। তবে জন্মের পর নিজের মেয়েকে সবার আড়ালেই রেখেছিলেন ‘দেশি গার্ল’। 

এই তারকা জুটি তাদের সন্তানের নাম পর্যন্ত প্রকাশ্যে আনছিলেন না তার জন্মের পর। মালতির জন্মের প্রায় এক বছর পর একটি ইভেন্টে শিশুটির মুখ দেখান তারা। খবর জি নিউজের।

প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাসের মেয়ে মালতি মেরি চোপড়া জোনাস সময়ের আগেই জন্মেছিল। প্রিম্যাচিউর হওয়ার জন্য নাকি নানা সমস্যা দেখা দিয়েছিল ওই সময়। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানালেন অভিনেত্রী। প্রিয়াংকা সেই সাক্ষাৎকারে বলেন, আমার জীবনের সবচেয়ে কঠিন সময়টা তখন ছিল, যখন আমি আমার মেয়েকে প্রায় হারিয়ে ফেলেছিলাম।

তিনি আরও বলেন, আমি খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিলাম যে ভয় পাওয়ার বা দুর্বল হওয়ার মতো সময় আমার নেই। কারণ আমাকে মা হিসেবে শক্তিশালী হয়ে উঠতে হয়েছিল। আমি তাকে প্রতিটি মুহূর্তে অনুভব করাতে চেয়েছিলাম যে, সে একা নয়, আমরা তার পাশে আছি।

 

বিএস/

আর্কাইভ