• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিটিএসের জিমিনের মতো চেহারা বানাতে অস্ত্রোপচার, মারা গেলেন ...

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৩, ০৭:২৯ পিএম

বিটিএসের জিমিনের মতো চেহারা বানাতে অস্ত্রোপচার, মারা গেলেন ...

বিনোদন ডেস্ক

পছন্দের গায়কের চেহারা নকল করতে গিয়ে মাত্র ২২ বছর বয়সে প্রাণ হারালেন কানাডার অভিনেতা সেইন্ট ভন কলুচি। কে-পপ সুপারব্যান্ড ‘বিটিএস’-এর গায়ক জিমিনের মতো চেহারা পাওয়ার জন্য এক বছরে ১২ বার প্লাস্টিক সার্জারি করেছেন ভন। তবে অস্ত্রোপচারের ধকল সইতে পারেনি তার শরীর।

কয়েক মাস আগে শেষ যে অস্ত্রোপচার করিয়েছিলেন। তারপর থেকে নানা জটিলতা দেখা দিচ্ছিল ভনের শরীরে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এক হাসপাতালে ভর্তিও ছিলেন ভন। সেখানেই মঙ্গলবার (২৫ এপ্রিল) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বারোবার প্লাস্টিক সার্জারি করাতে ভনের খরচ পড়েছিল ভারতীয় মুদ্রায় ১৮ কোটি টাকারও বেশি। স্বপ্ন ছিল, আমেরিকার এক স্ট্রিমিং নেটওয়ার্কে কে-পপ তারকা হয়ে কাজ করবেন তিনি। তবে সে স্বপ্ন আর পূরণ হলো না। গত শনিবার চোয়াল প্রতিস্থাপন করাতে গিয়েছিলেন ভন। ধাপে ধাপে জিমিনের মতো দেখতে হয়ে উঠতে চেয়েছিলেন ভন। কিন্তু অস্ত্রোপচারের পদ্ধতি চলাকালীনই ভনের শরীরে মারাত্মক প্রতিক্রিয়া শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়।

ভনের জনসংযোগ কর্মকর্তা এরিক ব্লেক জানান, ২০১৯ সালে কানাডা থেকে দক্ষিণ কোরিয়ায় পাড়ি দিয়েছিলেন ভন। অভিনয় থেকে গানের জগতে ক্যারিয়ার বদলানোই তার লক্ষ্য ছিল। ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার ‘বিটিএস’ ব্যান্ড বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছে। সেখানকার কে-পপ তারকাদের গুণমুগ্ধ সবাই। ভনও আদর্শ করেছিলেন জিমিনকে। এরিক বলেন, ‘গোটা ঘটনাই অত্যন্ত মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক।’


২০২২ সালের মার্চ মাস থেকে এরিক কাজ করছিলেন ভনের সঙ্গে। তিনি আরও জানান, ভন নিজের ছয় ফুট লম্বা চেহারা, সোনালি চুল এবং নীল চোখ নিয়ে খুবই হীনমন্যতায় ভুগতেন। ইউরোপীয় ধাঁচের চওড়া চোয়াল ভেঙে ‘ভি’ আকৃতির সুচালো চোয়াল তৈরি করাতে চেয়েছিলেন ভন, যেমনটি এশিয়ানদের থাকে।

এরিকের কথায়, ‘গত এক বছরে ১২ বার প্লাস্টিক সার্জারি করিয়ে ভন তার শরীরে নানা বদল এনেছিল। চোখ, নাক, ভ্রু, ঠোঁট সবটাতেই চলেছিল কাঁচি। তবে চোয়াল প্রতিস্থাপন খুবই ঝুঁকির কাজ। সেটা করতে গিয়েই শেষ হয়ে গেল সব।’

 

এডিএস/

আর্কাইভ