• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শাহরুখপুত্র আরিয়ান এবার যে ব্যবসায় জড়ালেন

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৩, ০৬:০৩ পিএম

শাহরুখপুত্র আরিয়ান এবার যে ব্যবসায় জড়ালেন

বিনোদন ডেস্ক

বলিউড কিং শাহরুখের মতো ছেলে আরিয়ানও নায়ক হবেন- ভক্তদের মনে এমনটাই প্রত্যাশা ছিল। তবে ছেলে হেঁটেছেন ভিন্ন পথে। যদিও প্রথমে পরিচালনায় আসবেন বলে গুঞ্জন শোনা গিয়েছিল। তার পর হঠাৎ খবর, অ্যালকোহলের ব্র্যান্ড খুলেছেন আরিয়ান।

এবার সোজাসুজি জামাকাপড়ের ব্যবসায় নেমে পড়লেন শাহরুখপুত্র আরিয়ান। যার নাম ড্য়াভোল ডট এক্স। সেই পোশাক কোম্পানির আসন্ন প্রচারেও নামলেন শাহরুখ খান। টুইটারে পোস্ট করলেন প্রোমোও।

মাদককাণ্ডের পর ছেলে আরিয়ানকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন শাহরুখ। তবে ধীরে ধীরে সেই দুঃসময় কাটিয়ে আরিয়ান নিজের পায়ের মাটি খুঁজে পেয়েছেন। আর এ ব্যাপারে প্রথম থেকে পাশে পেয়েছেন বাবা শাহরুখকে। এবারটাও আরিয়ান পাশে পেলেন তাকে। শাহরুখের হাত ধরেই নতুন ব্যবসায় পা রাখলেন আরিয়ান খান।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিদেশের এক জনপ্রিয় মদ কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছেন আরিয়ান। শিগগিরই ভারতে সেই ব্র্যান্ডের মদ লঞ্চ করতে চলেছেন তিনি। এরইমধ্যে আরিয়ানের সঙ্গে যাবতীয় ব্যবসায়ীক চুক্তিও সই করে ফেলেছে সংস্থাটি। তবে নতুন এই ব্যবসা নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি আরিয়ানের।

 

বিএস/

আর্কাইভ