• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

এবার অন্য কারণে ট্রলড নুসরাত

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৩, ০৬:০৭ পিএম

এবার অন্য কারণে  ট্রলড নুসরাত

বিনোদন ডেস্ক

টালিউড নায়িকা নুসরাত জাহান ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের।খাবারের প্লেট হাতে নিয়ে শুভেচ্ছা জানিয়ে ট্রলের শিকার হয়েছেন।অবশ্য নুসরাতের জন্য ট্রলের শিকার হওয়া নতুন কোনো ঘটনা নয়।

ছেলে ঈশানকে নিয়ে আমুদেই কাটছে নুসরাতের।নিজের ইনস্টাগ্রামের পাতায় ইদ উৎযাপনের বেশ কিছু ছবি মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। 

ডায়েট ভুলে এদিন জমিয়ে খাওয়া-দাওয়া সেরেছেন নুসরাত। হাতে সাজানো খাবারের থালায় কী নেই! বিরিয়ানি, কাটলেট থেকে শুরু করে ফিরনি, সবই রয়েছে পাতে। 

জমিয়ে ভুরিভোজটাই নুসরাতের কাছে ইদের সেরা পাওয়া, ছবির বিবরণীতে এমনটাই লিখেছেন অভিনেত্রী।

এই ছবি পোস্ট করতেই নেটিজেনদের কড়া সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে অভিনেত্রীকে।ধর্ম নিয়ে ট্রলের  শিকার হলেন। এক নেটিজেন লেখেন, ‍‍`তোর আবার ইদ কীসের? মুসলিম হয়ে দু-বার হিন্দুকে বিয়ে করেছিস‍‍`, ইসলামের কলঙ্ক‍‍`। 

অপর একজন লেখেন, ‘মুসলিম হয়ে অ-মুসলিমের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখলে সে আবার মুসলিম কীসের…. ইসলাম নিয়ে গভীরে পড়াশোনা করুন আগে?’

নুসরত অবশ্য় কোনো সমালোচনার জবাব দেননি। সব ধর্মই যে সমান সে কথা বারেবারেই মনে করিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ। 

প্রসঙ্গত, তৃণমূল সংসদ সদস্য নিখিল জৈনকে বিয়ে করেছিলেন। সেই সম্পর্ক টেকেনি।এখন নায়ক যশ দাশগুপ্তের সঙ্গে লিভ ইন করছেন।

 

বিএস/

আর্কাইভ