• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সাংবাদিকের সঙ্গে দীর্ঘদিন স/হবাস! সন্তান হতেই দায়িত্ব এড়ান আমির খান?

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৩, ০২:১৯ এএম

সাংবাদিকের সঙ্গে দীর্ঘদিন স/হবাস! সন্তান হতেই দায়িত্ব এড়ান আমির খান?

বিনোদন ডেস্ক

এই মুহূর্তে আমির খান সিঙ্গল, অন্তত তেমনটাই দাবি তাঁর। যদিও ফতিমা সানা শেখের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন রয়েছে। জানেন কি, বি-টাউনের ফিসফাস বলে আমিরের নাকি রয়েছে এক অবৈধ সন্তান! যার জন্ম হতেই সমস্ত দায়িত্ব ঝেড়ে ফেলেন অভিনেতা, অভিযোগ এমনটাও।

এই মুহূর্তে আমির খান সিঙ্গল, অন্তত তেমনটাই দাবি তাঁর। যদিও ফতিমা সানা শেখের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন রয়েছে। জানেন কি, বি-টাউনের ফিসফাস বলে আমিরের নাকি রয়েছে এক অবৈধ সন্তান! যার জন্ম হতেই সমস্ত দায়িত্ব ঝেড়ে ফেলেন অভিনেতা, অভিযোগ এমনটাও।

 

ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনসের সঙ্গে ভালই সখ্য ছিল আমিরেরে। তবে সেই সম্পর্কই নাকি পরিণত হয় প্রেমে।

ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনসের সঙ্গে ভালই সখ্য ছিল আমিরেরে। তবে সেই সম্পর্কই নাকি পরিণত হয় প্রেমে।

শোনা যায়, দীর্ঘদিন লিভ ইনেও ছিলেন তাঁরা। আর এমতাবস্থাতেই নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন জেসিকা।

শোনা যায়, দীর্ঘদিন লিভ ইনেও ছিলেন তাঁরা। আর এমতাবস্থাতেই নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন জেসিকা।

ওদিকে ওই সময় আমিরের বয়স বেশি নয়। তাই বাবার দায়িত্ব পালনে নাকি তিনি মোটেও রাজি ছিলেন না।

ওদিকে ওই সময় আমিরের বয়স বেশি নয়। তাই বাবার দায়িত্ব পালনে নাকি তিনি মোটেও রাজি ছিলেন না।

 

শোনা যায়, জেসিকার কাছে নাকি এক চরম শর্ত দিয়েছিলেন আমির খান। কী ছিল সেই শর্ত?

শোনা যায়, জেসিকার কাছে নাকি এক চরম শর্ত দিয়েছিলেন আমির খান। কী ছিল সেই শর্ত?

সম্পর্কে থাকতে গেলে নাকি সন্তান নষ্ট করতে হবে-- এমনটাই শর্ত দেন আমির খান, জানিয়েছিল জেসিকার ঘনিষ্ঠ মহল।

সম্পর্কে থাকতে গেলে নাকি সন্তান নষ্ট করতে হবে-- এমনটাই শর্ত দেন আমির খান, জানিয়েছিল জেসিকার ঘনিষ্ঠ মহল।

জেসিকা চেয়েছিলেন সন্তানকে বাঁচাতে। সেই মতোই আমিরের সঙ্গে সম্পর্ক নষ্ট করে তিনি জন্ম দেন পুত্র সন্তানের, নাম দেন জান। পরবর্তীতে জেসিকা অভিযোগ করেন, প্রেগন্যান্সির সময়ে তাঁর একবারও খোঁজ নেননি আমির। সন্তান হিসেবে কোনওদিন মান্যতাও দেননি জানকে।

জেসিকা চেয়েছিলেন সন্তানকে বাঁচাতে। সেই মতোই আমিরের সঙ্গে সম্পর্ক নষ্ট করে তিনি জন্ম দেন পুত্র সন্তানের, নাম দেন জান। পরবর্তীতে জেসিকা অভিযোগ করেন, প্রেগন্যান্সির সময়ে তাঁর একবারও খোঁজ নেননি আমির। সন্তান হিসেবে কোনওদিন মান্যতাও দেননি জানকে।

২০১৫ সালে ছেলেকে নিয়ে মুখ খুলেছিলেন জেসিকা। জানিয়েছিলেন ছেলে মডেলিংকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। জান আমির-জেসিকার ‍‍`লাভ চাইল্ড‍‍`ই কিনা তা নিয়ে আজও ধোঁয়াশা, তবু তাঁর মুখের গঠন-হাসির যে অনেকটাই মিল রয়েছে আমির খানের সঙ্গে, এমনটাই দাবি করেন আমির ভক্তরাও।

২০১৫ সালে ছেলেকে নিয়ে মুখ খুলেছিলেন জেসিকা। জানিয়েছিলেন ছেলে মডেলিংকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। জান আমির-জেসিকার ‍‍`লাভ চাইল্ড‍‍`ই কিনা তা নিয়ে আজও ধোঁয়াশা, তবু তাঁর মুখের গঠন-হাসির যে অনেকটাই মিল রয়েছে আমির খানের সঙ্গে, এমনটাই দাবি করেন আমির ভক্তরাও।

 

বিএস/

আর্কাইভ