• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ছেলেকে বলেছি, ঈদের দিন সালামি পেতে হলে সালাম করতে হবে: বুবলী

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ০৮:৫৩ পিএম

ছেলেকে বলেছি, ঈদের দিন সালামি পেতে হলে সালাম করতে হবে: বুবলী

বিনোদন ডেস্ক

এবার ঈদে দুটি ছবি মুক্তি পাচ্ছে বুবলীর। ছবি দুটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। ঈদের পরদিন থেকেও প্রচারে মাঠে থাকবেন তিনি। সিনেমার পাশাপাশি সন্তান শেহজাদ খান বীরকে নিয়েও ঈদ আনন্দের কমতি থাকবে না ঢালিউডের এই নায়িকার।

শনিবার সন্তানকে নিয়ে ঈদ উদ্‌যাপন করছেন বুবলী। এরই মধ্যে ঝুড়ি ভরে উঠেছে বীরের জন্য মা–বাবা, দাদাবাড়ি, নানাবাড়ি থেকে পাঠানো নানা রঙের ঈদ উপহারে।

বাবা শাকিব খান দিয়েছেন হালকা আকাশি রঙের পাঞ্জাবির সঙ্গে নেভি ব্লু কোটি আর মা বুবলী কিনেছেন জলপাই রঙের পাঞ্জাবি, সঙ্গে অফ হোয়াইট কোটি।

বুবলী জানান, সবার কাছ থেকে প্রচুর ঈদ উপহার পেয়েছে বীর। ঈদের দিন কোনটা রেখে কোনটা পরবে, সেটাই এখন ভাবার বিষয়। বুবলী বলেন, ‘আমি চাই, সন্তান হিসেবে ঈদের দিন সকালে প্রথমে বাবার দেওয়া উপহারই পরবে বীর। তবে সারা দিনের মধ্যে কয়েকবার পোশাক পরিবর্তন করে অন্যদের উপহারগুলো পরানোর চেষ্টা করব।’

ঈদের দিন কী করবেন, কথায় কথায় সেটিও জানান বুবলী। বলেন, সকালে ঘুম থেকে উঠে নিজের হাতেই বীরকে ঈদের পোশাকে সাজাবেন। তিনি বলেন, ‘এখন তো ওর বয়স তিন পার হচ্ছে। কিছুটা বুঝতে শিখেছে। পোশাক–পরিচ্ছদের সময় অনেকগুলো পোশাক সামনে রাখলে ওর মতো করে ও হাত দিয়ে দেখিয়ে দেয় কোনটা পরবে।

আবার অনেক সময় দেখি, আমি ওর চুল গুছিয়ে দিলাম, দেখা গেল হাত দিয়ে চুল এলোমেলো করে নিজের মতো করে আবার চুল সাজিয়ে নিচ্ছে। এই দৃশ্য দেখতে খুব মজা লাগে। হা হা হা..।’

ঈদের দিন বীরের জন্য নিজ হাতে খাবার রান্না করবেন বুবলী, ‘এখন তো ও ছোট, তাই হালকা খাবারই রান্না করব। আলাদা করে দুধসেমাই, সাদা পোলাও আর বয়েল করা চিকেন রান্না করব।’

হাসত হাসতে বুবলী আরও বলেন, ‘এখন যা বয়স, তাতে আমাদের কথাবার্তা কিছুটা বুঝতে পারে। গত পরশু ওকে বলেছি, ঈদের দিন সালামি পেতে হলে সালাম করতে হবে। তা না হলে তোমাকে কেউ সালামি দেবে না। কীভাবে সালাম করতে হয়, তা শেখানো হচ্ছে তাকে। শেখানোর পর কী মিষ্টি করে যে সালাম করছে, দেখতে খুব মজা লাগছে।’

সন্তানকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে কি? জানতে চাইলে বুবলী বলেন, ‘ঈদের দিন পরিবারের সঙ্গেই সময় কাটানোর ইচ্ছা। তবে বীর তার বাবা, দাদা, দাদিদের সঙ্গে দেখা করবে, সময় কাটাবে। সবার কাছ থেকে দোয়া চাইবে।’

ঈদের দিন বুবলী অভিনীত দুটি সিনেমা প্রেক্ষাগৃহে উঠবে। ওই দিন বাসায় থেকেই সিনেমার খবরাখবর রাখবেন এই অভিনেত্রী। পরের দিন থেকে ঢাকার মধ্যে হলে হলে দর্শকের সঙ্গে ছবি দুটি উপভোগ করার ইচ্ছা তাঁর।

বীরকে নিয়ে সিনেমা হলে যাবেন কি না, এ ব্যাপারে বুবলী বলেন, ‘সত্য কথা কি, বীরের বাবাও চান না, ও এখনই সিনেমা হলে যাক। কারণ, হলে তো অনেক ভিড় হয়। ছোট মানুষ, ভিড়ের মধ্যে এই গরমে অসুস্থ হয়ে যেতে পারে। তবে ও যখন পুরোপুরি বুঝতে শিখবে, তখন আমাদের সঙ্গে সিনেমা হলে যেতে চাইলে মানা করব না।’

 

বিএস/

আর্কাইভ