• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নিকের মধ্যে বাবার প্রতিচ্ছবি খুঁজে পান প্রিয়াংকা

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ০২:০০ এএম

নিকের মধ্যে বাবার প্রতিচ্ছবি খুঁজে পান প্রিয়াংকা

বিনোদন ডেস্ক

স্বামী নিক জোনাসের সঙ্গে প্রিয়াংকা চোপড়ার বয়সের পার্থক্য প্রায় ১০ বছর। তারপরও চুটিয়ে সংসার করছেন তারা।

কিন্তু স্বামীর কোন গুণে আকৃষ্ট তিনি, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান প্রিয়াংকা। 

প্রিয়াঙ্কা জানান, নিকের মধ্যে নিজের প্রয়াত বাবার ছাপ দেখেন তিনি। তার বাবা কোনো দিন তার মায়ের সাফল্যে হীনমন্যতায় ভোগেননি। বরং বরাবর উৎসাহই দিয়েছেন প্রিয়াঙ্কার মা মধু মালতী চোপড়াকে।

প্রিয়াঙ্কা বলেন, আমার মা যখন প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন, তখন তিনি বাবার চেয়ে অনেক বেশি রোজগার করতেন। বাবা কখনো তাতে বাধা দেননি। বরং বাবা বলতেন, ‘সব উপার্জন ঘরেই তো আসছে’। নিকের মধ্যেও আমি এই গুণটা দেখি। আমার সাফল্যে ও হীনমন্যতা ভোগে না বরং আমার সাফল্যে আমার চেয়েও ওর উৎসাহ কয়েক গুণ বেশি। 

লন্ডনে ‘সিটাডেল’র প্রিমিয়ারের উদাহরণ টেনে অভিনেত্রী বলেন, যখনই আমি রেড কার্পেটে ক্যামেরার সামনে দাঁড়াই, নিক আমার ওপর থেকে আলো কেড়ে নিতে চায় না। ও নিজেই বরং আমার ছবি তুলতে থাকে। আমার সাফল্য নিয়ে আমার নিজের চেয়ে ও বেশি উৎসাহী। 

 

বিএস/

আর্কাইভ