• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সামান্থার শরীরে এখনও লেখা নাগার নাম!

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩, ০১:৩২ এএম

সামান্থার শরীরে এখনও লেখা নাগার নাম!

বিনোদন ডেস্ক

সম্পর্ক দশ বছরের হলেও নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু ২০১৭ সালে একে অপরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। তবে ২০২১ সালের অক্টোবরে সম্পর্ক ভেঙে যায় তাদের। বিচ্ছেদের পর নাগা চৈতন্যর সঙ্গে মুখ দেখাদেখি প্রায় বন্ধ সামান্থার। নাগার সঙ্গে সামনাসামনি দেখা হোক, সেটাও চান না সামান্থা।

তবে নাগা চৈতন্যকে ভালবেসে নিজের শরীরে তার নাম লিখেছিলেন সামান্থা। শরীরের ডান দিকে পাঁজরের কাছে ছোট্ট করে লেখা, ‘চে’। নাগাকে আদর করে ওই নামেই ডাকতেন দক্ষিণী অভিনেত্রী। এখনও প্রেমের সেই স্মৃতি রেখে দিয়েছেন সামান্থা। 

শুধু নাগার নামের ট্যাটুই নয়, সামান্থার ঘাড়ে একটি ‘ওয়াইএমসি’ লেখা ট্যাটুও আছে, যা তার ও নাগা চৈতন্যর প্রথম ছবির স্মৃতি। ওই ছবির সেট থেকেই দুই তারকার মধ্যে সম্পর্কের সূত্রপাত।

বিবাহবিচ্ছেদের পর অবসাদের অন্ধকারে তলিয়ে গিয়েছিলেন সামান্থা। অভিনেত্রী বলেন, ‘খুব খারাপ ভাবনাচিন্তা ভিড় করে আসত মনের মধ্যে। আমি ভাগ্যবতী যে, আমার খুব কাছের কিছু মানুষ ওই সময়ে আমার পাশে ছিলেন।’ 

সামান্থার দাবি, ‘আমি আমার বিয়ে অটুট রাখতে ১০০ শতাংশ চেষ্টা করেছিলাম। তার পরেও আমার সম্পর্ক ভেঙে যায়।’ 

তবে সামান্থা জানান, এখন সেই অন্ধকার সময় থেকে অনেকটা বেরিয়ে এসেছেন তিনি। আগের চেয়ে এখন অনেক ভাল আছেন তিনি।

 

বিএস/

আর্কাইভ