• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভাইজানকে ‘ভাই’ ডেকে বিপাকে পূজা

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৩, ০৫:৩০ পিএম

ভাইজানকে ‘ভাই’ ডেকে বিপাকে পূজা

বিনোদন ডেস্ক

আজ মুক্তি পাচ্ছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি। এই ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা হেগড়ে। তাদের দুইজনের বয়সের মধ্যে ফারাক ২১ বছর।

যে কারণে হাঁটুর বয়সী অভিনেত্রীর সঙ্গে সালমান জুটির রসায়ন অনেকের পছন্দ নয়। অনেকে তাদের রসায়নকে ‘কাকা-ভাইঝি’ বলছেন।  

‘বজরঙ্গি ভাইজান’ ছবি মুক্তির পর থেকেই বলিউডে ভাইজান হিসেবে বেশ পরিচিত সালমান খান। যে কারণে সালমানকে ভাইজান বলেই সম্মোধন করেন পূজা। আর তাতেই লাল চক্ষু দেখান বলিউড সুপারস্টার। 

পূজার মুখে ভাইজান শুনে বিরক্তির সঙ্গে সালমান খান বলেন, ভাইজান হিসেবে তাকে যেন আর না ডাকা হয়। প্রয়োজনে নাম ধরে ডাকতে বলেন সালমান। 

কিন্তু বয়সে বেশ বড় হওয়ায় সালমান খানকে নাম ধরে ডাকতে পারছিলেন না পূজা। তাই, নিজের মত করেই পূজা ডাকেন এসকে। 

উল্লেখ্য, কিছুদিন ধরেই গুঞ্জন চলছে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সালমান-পূজা। যদিও এই খবর ভুয়া বলছেন অভিনেত্রী।

তিনি জানিয়েছেন, আমি এসব শুনেতে পছন্দ করি না। আমি সিঙ্গেল আছি, সিঙ্গেল থাকতেই পছন্দ করি। এই মুহূর্তে আমার সব মনযোগ নিজের কেরিয়ারের দিকে। এসব নিয়ে কথা বলার সময় আমার নেই। 

 

বিএস/

আর্কাইভ